মোদীর রাজ্যে উলট পুরাণ! বিজেপির থেকে পুরসভা ছিনিয়ে নিল ওয়াইসির AIMIM

বাংলাহান্ট ডেস্কঃ গল্প কথা মনে হলেও বাস্তবে সেটাই হল। বিজেপি (bjp) ১৯ বছরের রাজত্বের অবসান হল। গুজরাটের (Gujarat) গোধরা পুরসভার দখল নিল আসাউদ্দিন ওয়াইসির মিম (AIMIM)। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে এবার দখলদারি করবে AIMIM।

৪৪ টা সনের লড়াইয়ে বিজেপি জয়লাভ করে ১৮ টি আসনে। নির্দল প্রার্থীও জিতে যায় ১৮ টি আসনে। অন্যদিকে মিম পায় ৭ টি আসন। কোন দলই সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সেক্ষেত্রে নির্দল প্রার্থীর ১৭ জন জয়ী সদস্যকে বুঝিয়ে সুঝিয়ে মিম পাল্লা ভারী করে নেয়।

asaduddin owaisi takes dig at mohan bhagwats muslims happy remark

২০০২ সালে গুজরাটের গোধরা পুরসভার দখল নিয়েছিল গেরুয়া শিবির। সেই থেকে সেখানে বিজেপির আধিপত্যই দেখা যাচ্ছিল। এরপর গত ২৮ শে ফেব্রুয়ারি গোধরা পুরসভার নির্বাচন হয়। নির্বাচনের ফলাফল প্রকাশ হতেই পাশা উল্টে যায়। ৪৪ টি আসনের মধ্যে বিজেপি ১৮ টি আসন, মিম ৭ টি আসন পেলেও নির্দল প্রার্থী পেয়ে যায় ১৮ টি আসন।

নির্দল প্রার্থীর জয়ী সদস্যদের অনেক করে বুঝিয়েও তাদের মন ভরাতে পারেনি বিজেপি শিবির। মিমের বোঝানোতেই অবশেষে তাদের পাল্লা ভারী করলেন ১৭ জন নির্দল প্রার্থী সদস্য। মিমের হাত ধরেন ৫ জন অমুসলিম কাউন্সিলর। ক্ষমতা চলে যায় আসাউদ্দিন ওয়াইসির মিমের হাতে।

2018 3img09 Mar 2018 PTI3 9 2018 000146B e1538642479487 696x393 1

এবিষয়ে গুজরাটের মিমের রাজ্য সভাপতি সাবির কাবলিওয়ালা জানান, ‘প্রায় ১৯ বছর পর গোধরা পুরসভা থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে আমরা সফল হয়েছি। ১৭ জন নির্দল প্রার্থীকে সঙ্গে নিয়েই এখানে বিজেপির ক্ষমতায় ফেরার পথ আমরা আটকে দিয়েছি’।

Smita Hari

সম্পর্কিত খবর