বাংলাহান্ট ডেস্ক: শিক্ষা, সংষ্কৃতি, বিনোদন, খেলা সবেতেই বিশ্বের দরবারে ভারতের নাম উজ্জ্বল হরফে লেখা হয়ে এসেছে। ভারতীয় সংষ্কৃতির প্রতি বিদেশিদের টান দীর্ঘদিন ধরে পরিলক্ষিত। হালের হিন্দি বা বাংলা ছবি, গানও মন কেড়েছে বিশ্ববাসীর। তার প্রমাণ বহুবার মিলেছে। তেমনি খাবারের দিক দিয়েও দেশের বাইরে প্রশংসিত ভারত। বলা হয়, প্রকৃত খাদ্যরসিক ভারতীয় খাবারের প্রলোভনকে কখনোই অগ্রাহ্য করতে পারে না। তার প্রমাণ ফের দিলেন খ্যাতনামা হলিউড অভিনেতা টম ক্রুজ (tom cruise)।
বলিউড ছবির ভক্ত টম। ভারতে এসে নিজের মিশন ইমপসিবল এর শুটিং করে গিয়েছেন তিনি। কিন্তু তাঁর যে ভারতীয় খানার প্রতিও দুর্বলতা রয়েছে তা সঙ্গীতশিল্পী আশা ভোঁসলে (asha bhosle) না থাকলে জানাই যেত না! ব্যাপারটা খোলসা করেই বলা যাক। বিদেশের মাটিতে এদেশের বহু তারকাই রেস্তোরাঁ খুলে বসেছেন। প্রবাসী ভারতীয়রা ছাড়াও সাহেবসুবোরাও ভারতীয় খানা চেখে দেখে থাকেন।সেসব রেস্তোরাঁতে। তেমনি আশা ভোঁসলেরও বার্মিংহ্যামে একটি রেস্তোরাঁ রয়েছে, নাম ‘আশা’স’।
সোমবার শুটিং এর ফাঁকে এই রেস্তোরাঁতেই এসে হাজির টম ক্রুজ। আর এসেই দরবার করলেন একেবারে দেশি খাবারের। খেলেন, তারিফ করলেন, বিশেষত চিকেন টিক্কা মশালা খেয়ে নাকি মুগ্ধ হয়ে গিয়েছেন হলিউড অভিনেতা। এক প্লেটে তাঁর মন ভরেনি। দু প্লেট চিকেন টিক্কা চেটেপুটে খেয়ে ভূয়সী প্রশংসা করেছেন খাবারের।
আবার টমের নাকি বিশেষ আবদার ছিল, ভারতীয় খাবারের বিশেষত্ব অনুযায়ী টিক্কাটা যেন একটু মশলাদার করেই বানানো হয়। আশা ভোঁসলের গান শুনে প্রশংসা করেছেন, রেস্তোরাঁর লোকজনদের সঙ্গেও নাকি আড্ডা দিয়েছেন তিনি। তবে মজার ব্যাপার হল, কেউই নাকি টমকে চিনতে পারেনি।
আশা ভোঁসলের রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন টম ক্রুজ। সেই ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে বলিউড গায়িকা লিখেছেন, ‘আশা’স এ খাবার খাওয়ার অভিজ্ঞতা টম ক্রুজ উপভোগ করেছেন একথা জানতে পেরে আমি খুবই খুশি। আশা করি খুব শীঘ্রই উনি ফের আমাদের রেস্তোরাঁতে আসবেন।’
https://www.instagram.com/p/CS6NaeMjDHN/?utm_medium=copy_link
প্রসঙ্গত, এই মুহূর্তে লন্ডনে মিশন ইমপসিবল ৭ এর শুটিং করছেন টম। ছবিতে এক মার্কিন গুপ্তচরের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এরপর টপ গান: মেভারিক ছবিতে দেখা যাবে অভিনেতাকে।