বাথরুমও ছিল না স্টুডিওতে, ঝোপের পেছনে গিয়ে বদলাতে হত পোশাক! ভয়াবহ অভিজ্ঞতা জানালেন আশা পারেখ

বাংলাহান্ট ডেস্ক: সত্তর আশির দশক থেকে অনেকটাই বদলে গিয়েছে বলিউড (Bollywood)। সিনেমার ধরণ থেকে শুরু স্টুডিও, অভিনেতা অভিনেত্রীদের চলন বলন বদল এসেছে সবেতেই। অনেকের মতে, আগের ইন্ডাস্ট্রিই ভাল ছিল। আবার কেউ কেউ ভিন্ন মত পোষণ করেন। দ্বিতীয় দলে রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখ (Asha Parekh)। অন্তত স্টুডিও গুলি অনেক বদলেছে, আধুনিক হয়েছে, এতেই খুশি তিনি।

সম্প্রতি গোয়ায় আয়োজিত ৫৩ তম ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ‍্যাল অফ ইন্ডিয়াতে অংশ নেন প্রবীণ অভিনেত্রী। সেখানেই এক সাক্ষাৎকারে আগেকার আর এখনকার ইন্ডাস্ট্রির মধ‍্যে পার্থক‍্যের কথা তুলে ধরেন। প্রবীণ অভিনেত্রী বলেন, এখনকার যেমন প্রযুক্তিগত সুযোগ সুবিধা রয়েছে, আগেকার দিনেও যদি তেমন পাওয়া যেত তাহলে খুব ভাল হত।

asha parekh
আশা বলেন, তাঁদের সময়ে ভ‍্যানিটি ভ‍্যান বলে কিছু ছিল না। এখনকার অভিনেতা অভিনেত্রীরা নিজেদের সঙ্গে কার্যত ঘরবাড়ি নিয়ে ঘোরেন‌। চলতা ফিরতা ভ‍্যানিটি ভ‍্যানের অন্দরে বিলাসিতা এবং প্রয়োজনের সবকিছুই আছে। কিন্তু তাঁদের সময়ে স্টুডিওগুলিতে বাথরুম পর্যন্ত ছিল না বলে জানান আশা পারেখ। সারা দিন শুটের ফাঁকে বাথরুমে যাওয়ার কোনো সুযোগই ছিল না।

এমনকি মাঝেমধ‍্যে পোশাক বদলানোর জন‍্য যেতে হথ ঝোপঝাড়ের পেছনে। অভিনেত্রী বলেন, ভাগ‍্যিস তাঁর কিডনি সংক্রান্ত কোনো অসুখ হয়নি। আশা পারেখ অবশ‍্য একা নন, কিছুদিন আগে আরেক প্রবীণ অভিনেত্রী জয়া বচ্চনও তাঁদের সময়কার অসুবিধাগুলির কথা তুলে ধরেন তিনি। এমনকি জয়া এও বলেন, ঝোপঝাড়ের পেছনে গিয়ে স‍্যানিটারা প‍্যাড পর্যন্ত বদলাতে হয়েছে তাঁকে।

তবে এর আগে আশা বলেছিলেন, কিছু কিছু ক্ষেত্রে আগেকার এবং এখনকার বলিউডের মধ‍্যে কোনো পার্থক‍্য নেই। আগেকার থেকে এখনকারের বলিউডের মধ্যে পার্থক্য তেমন বেশি নেই। কিন্তু আশা বলেন, এখনকার অভিনেত্রীদের নাচ দেখলে তাঁর ভাল লাগে না। আধুনিক ছবির গান এবং দৃশ্যায়ন কোনোটাই ভাল লাগে না বলে মন্তব্য করেন আশা পারেখ।


Niranjana Nag

সম্পর্কিত খবর