বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতকালই চলতি ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে আম্পায়ারিংয়ের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। ব্যাটে নিশ্চিত এজ লাগা সত্ত্বেও আউট দেওয়া হয় বিরাট কোহলি-কে। আজও মাঠে এইরকমই একটি ঘটনা ঘটে। তবে কালকের ঘটনাটি ছিল সিরিয়াস, আর আজকের ঘটনাটি হাস্যকর। ক্লিন বোল্ড হয়ে আজ অবধি কোনও ব্যাটার রিভিউয়ের জন্য আবেদন জানিয়ে বসবেন, এমনটা ভাবা যেত না এতদিন। কিন্তু আজ এইরকম অভাবনীয় ঘটনাই চোখের সামনে দেখতে পেল ক্রিকেটপ্রেমীরা। ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে আজাজ প্যাটেলের প্রথম বলে বোল্ড হয়ে রিভিউ চেয়ে বসলেন রবি অশ্বিন।
দ্বিতীয় দিনের প্রথম সেশনেই চোখে পড়ে এমন হাস্যকর ঘটনা। ঋদ্ধিমান সাহা ২৭ রান করে ফিরে যাওয়ার পর ব্যাট করতে নেমেছিলেন অশ্বিন। ৭২ তম ওভারে এজাজ প্যাটেল বোল্ড করেন অশ্বিনকে। তবে রবিচন্দ্রন স্টাম্পের দিকে না তাকিয়েই রিভিউয়ের আবেদন জানান।
Ashwin shocked,Typical Dismissal and What a spell from Ajaz Patel seriously Man…
Jeez, Gonna miss Jadeja here on such Track for sure.#testcricket #IndiaVsNewZealand #IndvsNZtest pic.twitter.com/iBrIfUL3ZL— Abhishek (@CricketWithAbhi) December 4, 2021
কারণ অশ্বিন ভেবেছিলেন যে বোল্ট নন তাকে কট-বিহাইন্ড আউট দেওয়া হয়েছে। তিনি নিশ্চিত ছিলেন তার ব্যাটে বল বল লাগেনি। তাই নিশ্চিত হওয়াতেই তিনি ভুলবশত রিভিউয়ের আবেদন জানান। পরে অবশ্য চট-জলদি নিজের ভুল বুঝতে পারেন তিনি। নিজের ভুল উপলব্ধি করা মাত্রই মাঠ ছেড়ে দেন তিনি।
মুম্বই টেস্টের প্রথম ইনিংসে খাতা খুলতে পারেননি অশ্বিন। দিনের দ্বিতীয় ওভারে পরপর ২ বলে ঋদ্ধিমান সাহা ও রবিচন্দ্রন অশ্বিনের উইকেট তুলে নেন আজাজ প্যাটেল। প্রথম সেশনে অবশ্য আর কোনও উইকেট হারায়নি ভারত। অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে লাঞ্চের আগে পর্যন্ত বাকি সময়টা নির্বিঘ্নে কাটিয়ে দেন ময়ঙ্ক আগরওয়াল। কিন্তু তারপর কি হয়েছে সেটা তো এতক্ষণে সকলেই জেনে গিয়েছেন। এই মুহূর্তে ১০ উইকেট হাতে নিয়ে ৩৩২ রানে এগিয়ে রয়েছে ভারত।