বুমরা, কামিন্সদের পেছনে ফেলে বিশ্ব ক্রিকেটে ফের একবার নিজের ছাপ ছাড়লেন অশ্বিন

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দলের তারকা অফ-স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এমন একটি কীর্তি করেছেন, যা করতে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বোলাররাও ব্যর্থ হয়েছেন। ভারতের মারাত্মক ফাস্ট বোলার যশপ্রীত বুমরা এবং অস্ট্রেলিয়ার বিপজ্জনক বোলার প্যাট কামিন্সও এখনও এই বড় রেকর্ড স্পর্শ করতে পারেননি।

ভারতের সর্বকালের সেরা অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এই কীর্তি গড়েছেন, যা এখনও পর্যন্ত কেউ করতে পারেনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ১০০ উইকেট নেওয়া বিশ্বের একমাত্র বোলার হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। বিশ্বের প্রথম বোলার হিসেবে অপেক্ষাকৃত নতুন প্রতিযোগিতা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি।

KS Bharat 1720x900

রবিচন্দ্রন অশ্বিনের পরেই রয়েছেন কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব পাওয়া টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স, যিনি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৯৩ টি উইকেট নিয়েছেন। তারপর রয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রড এবং চতুর্থ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের তারকা ফাস্ট বোলার টিম সাউদি, ভারতীয় পেসার বুমরাহ ৭৪ উইকেট নিয়ে পঞ্চম এবং অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়নও একই সংখ্যক উইকেট নিয়ে ছয় নম্বরে রয়েছেন।

টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ উইকেটশিকারীদের তালিকা:
রবি অশ্বিন: ১০০
প্যাট কামিন্স: ৯৩
স্টুয়ার্ট ব্রড: ৮০
টিম সাউদি: ৭৪
যশপ্রীত বুমরা: ৭৪
নাথান লিয়ন: ৭৪


Reetabrata Deb

সম্পর্কিত খবর