খাওয়াজাকে আউট করার পরে দ্রুত লেজ ছাঁটতে ব্যর্থ ভারত! অশ্বিনের ফাইফার সত্ত্বেও রানের পাহাড়ে অজিরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ব্যাটিং বান্ধব পিচে টস জিতে ভারতীয় দলের (Team India) ফিল্ডারদের নাস্তানাবুদ করে তুললো অস্ট্রেলিয়া। গতকাল ৪ উইকেট হারানোর পর উসমান খাওয়াজা (Usman Khawaja) ও ক্যামেরুন গ্রিন (Cameron Green) অস্ট্রেলিয়া দলকে পৌঁছে দিয়েছিল ২৫৫ রানের স্কোরে। এরপর ভারতীয় দল আজকে অর্থাৎ আহমেদাবাদ টেস্টের (Ahmedabad Test) দ্বিতীয় দিনে প্রথম সেশনে কোনও উইকেটই তুলতে পারেনি।

গতকাল নিজের শতরান সম্পূর্ণ করা অজি ওপেনার খাওয়াজা আজ ১৫০ রানের গন্ডিও অতিক্রম করেন। অপরদিকে দুর্দান্ত আগ্রাসি ব্যাটিং করে নিজের প্রথম টেস্ট শতরান তুলে নেন গ্রিন। নিষ্প্রাণ পিচে ভারতীয় বোলারদের বিরুদ্ধে রীতিমতো দাপটের সাথে ব্যাটিং করছিলেন তারা। তাদের মধ্যে এই সিরিজের সবচেয়ে বড় পার্টনারশিপটিও (২০৮) হয়।

khawaja 180

এরপর দ্বিতীয় সেশনে অশ্বিনের (Ravi Ashwin) একটি আপাত নিরীহ ডেলিভারিকে সুইপ করতে গিয়ে নিজের উইকেট হারিয়ে ফেলেন গ্রিন। ১৭০ বলে ১১৪ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন তিনি। এরপর অজি উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি এবং ব্যাট করতে জানা মিচেল স্টার্ককেও ফিরিয়ে দেন ভারতের তারকা অফস্পিনার।

কিন্তু এরপর ন্যাথন লিয়নের সঙ্গে আরও একটি বড় পার্টনারশিপ গড়ে ফেলেন খাওয়াজা। তিনি শেষ পর্যন্ত ১৮০ রানের ব্যক্তিগত স্কোরে চা পান-এর বিরতির পরেই অক্ষর প্যাটেলের শিকার হন। ভারতের মাটিতে একজন অস্ট্রেলিয়ার বোলার হিসেবে সর্বাধিক ডেলিভারী (৪২২) ব্যাট করার রেকর্ড গড়ে গেছেন অস্ট্রেলিয়ান ওপেনার।

কিন্তু ভারতের জন্য দুঃখের ব্যাপার হলো ৮ উইকেট পড়ে যাওয়ার পরেও অস্ট্রেলিয়ার লেজ ছেটে ফেলতে পারেনি তারা। লিয়ন এবং অস্ট্রেলিয়ার বাঁ-হাতি অফস্পিনার টড মার্ফির মধ্যে ৭০ রানের একটি পার্টনারশিপ। ভারতীয় দলকে তৃতীয় নতুন বল দিতে বাধ্য করে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত লিয়ন (৩৪) এবং মার্ফি (৪১) দুজনকেই আউট করেন অশ্বিন। ১৬৭.২ ওভার ব্যাট করে ৪৮০ রান তুলেছে অজিরা। রবি অশ্বিন প্রায় ৪৮ ওভার হাত ঘুরিয়ে পেয়েছেন ৬ টি উইকেট এবং এটি ছিল তার টেস্ট কেরিয়ারের ৩২ তম ফাইফার। দিনের শেষে ১০ ওভার ব্যাট করে কোনও উইকেট না খুঁইয়ে ৩৬ রান তুলেছে রোহিত শর্মা ও শুভমান গিল। তাদের সামনে কাল লম্বা রাস্তা পরে আছে। আপাতত দ্বিতীয় দিনের শেষে ৪৪৪ রানে পিছিয়ে আছে তারা।


Reetabrata Deb

সম্পর্কিত খবর