‘সব ঠিকঠাক আছে তো?” আচমকাই ট্রেনে উঠে যাত্রীদের থেকে রেলের পরিষেবার খবর নিলেন রেলমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে ভারতের রেলমন্ত্রী পদে নিযুক্ত রয়েছেন প্রাক্তন আইএএস অফিসার অশ্বিনী বৈষ্ণব। গতবছর কেন্দ্র সরকারের দ্বারা রেল মন্ত্রী পদে নিয়োজিত হওয়ার পর ভারতীয় রেল সংস্কারে একাধিক পদক্ষেপ নেন তিনি। এছাড়াও ভারতের বর্তমান রেলমন্ত্রী নানান সময়ে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও শেয়ার করে থাকেন, যেখানে তাঁকে দেশের বিভিন্ন রেলস্টেশনে পৌঁছে কিংবা অন্যান্য জায়গায় মানুষের সঙ্গে বার্তালাপ করতে দেখা যায়। ঠিক তেমনি এদিন অশ্বিনী বৈষ্ণবকে মধ্যপ্রদেশের খাজুরাহো স্টেশনে উপস্থিত থাকতে দেখা গেলো।

এদিন অশ্বিনীবাবু তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁকে খাজুরাহো স্টেশনে পৌঁছে রেলযাত্রীদের সঙ্গে কথাবার্তা বলতে দেখা যায়। প্রথমে রেল মন্ত্রী হিসেবে নিজের পরিচয় দিয়ে তিনি সকল রেলযাত্রীদের সামনে হাতজোড় করে উপস্থিত হন। এরপর প্রথমেই তিনি যে বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দেন তা হল ‘ভারতীয় রেলের স্বচ্ছতা অভিযান’। এরপর ট্রেনের ভিতর বসে থাকা একাধিক ব্যক্তিদের তিনি প্রশ্ন করেন, “এখানকার পরিষ্কার পরিছন্নতা সবকিছু ঠিকঠাক রয়েছে তো?”

ভিডিওর পরবর্তী অংশে রেলমন্ত্রীকে ট্রেনের ভিতর সকলের প্রশ্ন কিংবা সমস্যার কথা জিজ্ঞাসা করতেও দেখা যায়। রেলযাত্রীদের গন্তব্য জিজ্ঞেস করার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের বর্তমান রেলমন্ত্রী কতটা স্নেহ করেন, সেই ছবিও ধরা পড়েছে এই ভিডিওয়। ট্রেনে উপস্থিত এক বালকের প্রতি তাঁকে বলতে শোনা যায়, “তোমার নাম কি, তুমি কিসে পড়ো?” এরপর প্রত্যুত্তরে বালকটি নবম শ্রেণীতে পড়ার কথা জানালে তিনি বলেন, “এটি হলো তোমার সবচেয়ে কঠিন সময়। সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মত বড় পরীক্ষা রয়েছে। ভালো করে পড়াশোনা করো।”

এসকল বার্তালাপের মধ্যেই পরবর্তীতে বেশ কয়েক পাসেঞ্জারকে বর্তমানে ভারতীয় রেল ব্যবস্থার প্রশংসা করতেও দেখা যায়। তাদের মতে, “পূর্বে জেনারেল কোচে যে কেউ জেনারেল টিকিট কেটে উঠে পড়তে পারতো, কিন্তু বর্তমানে রিজার্ভেশন সিস্টেম হয়ে সেই ব্যবস্থার আরও উন্নতি হয়েছে।”

প্রসঙ্গত, প্রাক্তন আইএএস অশ্বিনী বৈষ্ণবের কেরিয়ার গ্রাফ যথেষ্ট বৈচিত্র্যময়। উড়িষ্যা থেকে বিজেপি সাংসদ হয়েছেন আবার কর্মজীবনে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর সচিব পদেও বহাল ছিলেন। প্রাক্তন আইএএস অফিসার অশ্বিনী বাবু এমবিএ পড়ার জন্য আমেরিকায় পাড়ি দেন এবং সেখান থেকে দেশে ফেরার পর তিনি গুজরাটে একটি কোম্পানির প্রতিষ্ঠা করেন। তাই প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষেত্রে দক্ষতার সাথে কাজ করা অশ্বিনী বৈষ্ণব-এর উপরই ভরসা রেখে ভারতীয় সরকার তাঁকে গতবছর রেল মন্ত্রকের দায়িত্বে নিয়োগ করে। বর্তমানে একই দক্ষতার সাথে তিনি ভারতীয় রেল ব্যবস্থাকে যে আরো উন্নত করে চলেছেন, তা অনস্বীকার্য।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর