ভারত সংঘর্ষবিরতির জন্য ট্রাম্পের কাছে ভিক্ষা করেছিল…ভুয়ো বীরত্ব প্রকাশ করতে ফের গল্প ফাঁদলেন মুনির

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক:- চলতি বছরের মে মাসে ঘটে যাওয়া সংঘর্ষের সময় ভারত-পাকিস্তান(India-Pakistan ceasefire) সংঘর্ষবিরতির জন্য মরিয়া হয়ে ওঠে ভারত। আর মরিয়া হয়েই সংঘর্ষবিরতি করাতে ট্রাম্পের মধ্যস্থতা চায় ভারত(India)। কার্যত ভিক্ষা করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে বাধ্য করে মধ্যস্থতা করেতে। ঠিক এরকমই একটা গল্প ফেঁদে ফেললেন পাকিস্তান (Pakistan) ফিল্ড মার্শাল আসিম মুনির (Field Marshal Asim Munir)।

ভারত পাকিস্তানের সংঘর্ষবিরতি নিয়ে মুনিরের বক্তব্য-(Asim Munir’s comment on India-Pakistan ceasefire)

সম্প্রতি বেলজিয়ামে প্রবাসী পাকিস্তানিদের একটি অনুষ্ঠানে যোগ দেন পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির। আমন্ত্রিতদের মোবাইল ফোন বা রেকর্ডিং ডিভাইস বহন করার ওপর নিষিধেজ্ঞা ছিল। তবে উপস্থিত ব্যক্তিদের বয়ান অনুযায়ী সেখানে তাঁর ৪০ মিনিটের ভাষণে ভুড়ি ভুড়ি মিথ্যা কথা বলতে শোনা তাঁকে। তিনি বলেন, মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের সময় ভারতকে যুদ্ধবিরতির জন্য রীতিমতো হাতে পায়ে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতার জন্য। তিনি আরও বলেন, ভারতকে তাঁরা উপযুক্ত জবাব দিয়েছেন। এছাড়া ভারত পাকিস্তান কানাডা মার্কিন যুক্তরাষ্ট্র আন্তঃসীমান্তবর্তী সন্ত্রাসবাদকে সমর্থন করে আসছে দীর্ঘদিন ধরে।

Asim Munir fake claim about India-Pakistan Ceasefire

মে মাসে ভারত-পাকিস্তান সংঘর্ষ-

চলতি বছর কাশ্মীরের পহেলগাঁও গণহত্যাকাণ্ডের পর গোটা দেশ ক্ষোভে ফেটে পড়ে। প্রকাশ্যে নৃশংসভাবে ২৭ জন পর্যটককে গুলি করে হত্যা করে জঙ্গিরা। জঙ্গি হামলার প্রতিবাদে ভারত সরকারের তরফ থেকে শুরু হয় অপারেশন সিঁদুর মিশন। ফের একবার প্রকাশ্যে ভারত-পাকিস্তানের সংঘর্ষের সাক্ষী হয় গোটা বিশ্ব। এই অপারেশন সিঁদুরের পরই ভারত সরকার কর্তৃক যে তথ্য দেওয়া হয় সেই অনুযায়ী একাধিক উচ্চপর্যায়ের বৈঠকের পর দুই প্রতিবেশী দেশ পরস্পর সংঘর্ষ বিরতির সিদ্ধান্তে আসে। আর সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র কোনওভাবেই মধ্যস্থতা করতে আসেনি। আসল বিষয় হল ১০ মে সকালে মার্কিন বিদেশসচিব রুবিও ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে ফোনে কথা বলে জানান পাকিস্তান সংঘর্ষবিরতি চাইছে।

আরও পড়ুন : বেঁধে দেওয়া হল সীমা, অতিরিক্ত ওজনের লাগেজের জন্য জরিমানা! দুই স্টেশনে নিয়ম চালু রেলের

এর আগেও মার্কিন মুলুকে আন্তর্জাতিক মঞ্চ থেকে ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা করতে গিয়ে নিজেদের ভুয়ো বীরত্তের কথা তুলে ধরেছেন।নিজের মন্তব্যের জন্য বিশ্ব দরবারে হাসির খোরাকও হয়েছেন বটে। তিনি দাবি করেন ভারত ঝকঝকে মার্সিডিজ আী পাকিস্থান ডাম্পার ট্রাক। এই মন্তব্যের পরই মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় ট্রোলেরস্বীকার হন তিনি।আসলে কিনি মার্সিডিজ আর ডাম্পারের সঙ্গে তুলনা দিয়ে বোঝাতে চেছিলেন পাকিস্তান কতটা শক্তিশালী।

আরও পড়ুন: নির্বাচনের আগে বঙ্গে SIR জল্পনা, ভোটার কার্ডে কোনও তথ্য ভুল নেই তো! কীভাবে সংশোধন করবেন?

একই সঙ্গে উল্লেখ্য, সেই একই মঞ্চ তেকে ভারতকে একাধিক চ্যালেঞ্জ ছুণড়ে দিয়েছেন তিনি। এমনকি পরমানু হামলার হুমকিও দেন তিনি। মার্কিন সংবাদমাধ্য সূত্রের খবর, সেনাপ্রধান সেখানে দাঁড়িয়ে বলেছেন যে ‘পরমাণু শক্তিধর দেশ আমরা । আমাদের মনে হয় যে যদি আমরা কোনও যুদ্ধে হেরে যাচ্ছিল, তাহলে আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে নিয়ে ডুবে যাব।’