বাচ্চাদের বাড়িতেই কোরআন পড়ান, শেষ হোক ‘মাদ্রাসা” শব্দের অস্তিত্ব! বললেন হিমন্ত বিশ্বশর্মা

বাংলা হান্ট ডেস্কঃ অতীতেও একাধিকবার সওয়াল করেছিলেন আর এবার প্রকাশ্যে ‘মাদ্রাসা’ শব্দটি বিলুপ্ত করার ব্যাপারে মত প্রকাশ করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন আরও একধাপ এগিয়ে তিনি বলেন যে, শিক্ষার সঙ্গে ‘মাদ্রাসা’ শব্দটি যতদিন থাকবে, ততদিন পর্যন্ত ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার পথে পা বাড়াতে পারবে না পড়ুয়ারা।

এদিন একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অসমের মুখ্যমন্ত্রী বলেন, “শিশুদের কোরআন শেখান, তবে সেটা বাড়িতে। এই ‘মাদ্রাসা’ শব্দটি যতদিন প্রাসঙ্গিক থাকবে, ততদিন আপনাদের বাচ্চারা ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হওয়ার পথে অগ্রসর হতে পারবে না। আপনারা যদি তাদেরকে এই ব্যাপারটি বোঝাতে সক্ষম হন, তাহলে তারা নিজেরাই মাদ্রাসায় যেতে চাইবে না।”

এদিন তিনি আরও বলেন, “রাজ্যে যেসকল স্কুল কিংবা কলেজ রয়েছে, সেখানে সাধারণ শিক্ষার ওপর জোর দিতে হবে। এই প্রসঙ্গে বিজ্ঞান, গণিত, প্রাণী এবং উদ্ভিদ বিদ্যার উপর পড়ুয়াদের জ্ঞান বাড়িয়ে তোলা উচিত। ধর্মীয় গ্রন্থ সম্বন্ধে তাদের পড়ান, তবে সেটা বাড়িতে। স্কুলগুলিতে কেবলমাত্র তাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার কিংবা বিজ্ঞানী হওয়ার জন্য যে শিক্ষা দেওয়ার প্রয়োজন, সেটাই করা দরকার।”

অনুষ্ঠানের শেষে হিন্দু-মুসলিম প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেন তিনি। তাঁর কথায়, “আমাদের দেশে কেউ মুসলিম হয়ে জন্মায় নি। সবাই হিন্দু ছিল। তাই কোনও মুসলিম পড়ুয়ার কৃতিত্বের পেছনে হিন্দুদের অর্ধেক কৃতিত্ব প্রাপ্য।”

152092 himanta biswa sarma4

প্রসঙ্গত, 2 বছর পূর্বে রাজ্য সরকারি মাদ্রাসা তুলে দিয়ে সেগুলিকে বিদ্যালয়ে রূপান্তর করার ঘোষণা করে অসম সরকার। এর বিরুদ্ধে একাধিক আবেদন জমা পড়লেও পরবর্তীতে সরকারের সিদ্ধান্তের পক্ষেই রায় শোনায় হাইকোর্ট। তবে এদিনের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য ভবিষ্যতে কোনো বড় পদক্ষেপের ইঙ্গিত বলেই মনে করছে জনগণ।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর