বাংলা হান্ট ডেস্কঃ বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দার্জিলিং (Darjeeling) সফরে রয়েছেন। বিগত কয়েকদিন ধরে দার্জিলিংয়ে বৈঠক থেকে শুরু করে এলাকাবাসীদের সঙ্গে কথাবার্তা বলার মাধ্যমে বেশ খোশমেজাজে দেখা গিয়েছে তাঁকে। এদিন নেপালি কবি ভানু ভক্তর জন্মদিনের অনুষ্ঠানেও যোগদান করেন মুখ্যমন্ত্রী। আর এর মাঝে আরো একটি খবর উঠে আসছে পাহাড়ের বুক থেকে, যা জল্পনার সৃষ্টি করেছে।
মুখ্যমন্ত্রীর দার্জিলিং সফরের মধ্যেই পাহাড়ে পৌঁছে গিয়েছেন আরও এক রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শুধু কি দুই মুখ্যমন্ত্রী, একদমই নয়! তাদের সঙ্গে আবার এদিন পাহাড়ে গিয়ে উপস্থিত হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সব মিলিয়ে এত জনের উপস্থিতি পাহাড়ে নতুন জল্পনার সৃষ্টি করেছে। প্রথমে খবর মিলতে শুরু করে যে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অসমের মুখ্যমন্ত্রীর বৈঠক হতে চলেছে।
তবে তৃণমূল শাসিত বাংলার সঙ্গে বিজেপি শাসিত অসমের সম্পর্ক মোটেও ভালো নয়। বিশেষত, মহারাষ্ট্রে রাজনৈতিক টালবাহানা মাঝে যখন শিবসেনার একাধিক বিধায়ককে অসমে নিয়ে যাওয়া হয়, তা নিয়ে সেখানকার সরকারকে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে অসমের গুয়াহাটির এক হোটেলে শিবসেনা বিধায়কদের আশ্রয় দেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে থাকে সেখানকার তৃণমূল কর্মীরা। অসমের বন্যা কবলিত মানুষের কথা চিন্তা না করে বিধায়ক কেনাবেচার লড়াইয়ে নামার জন্য বিজেপিকে বেনজির আক্রমণ করে তৃণমূল। সেই পরিস্থিতিতে সেখানকার মুখ্যমন্ত্রীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের খবর বেশ হতবাক করে সকলকে। তবে শেষ পর্যন্ত এদিন সকল জল্পনার অবসান ঘটান রাজ্যপাল। তিনি টুইট করে বলেন যে, তাঁর ডাকেই পাহাড়ে এসেছেন হিমন্ত বিশ্ব শর্মা।
তবে রাজ্যপালের পাহাড় সফরের কারণ কি? জানা গিয়েছে, আগামী ১৫ই জুলাই জিএটিএ চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে, যেখানে বাংলার রাজ্যপালের উপস্থিত থাকা বাঞ্চনীয়। তাই সেই অনুষ্ঠানে যোগ দিতেই এদিন দার্জিলিঙে পৌঁছে গিয়েছেন জগদীপ ধনকড়।