Assam Result: অসমে প্রাথমিক ট্রেন্ডে সংখ্যাগরিষ্ঠ বিজেপি, পিছিয়ে কংগ্রেস

বাংলাহান্ট ডেস্কঃ একুশের মহাযুদ্ধে দেশের পাঁচ রাজ্যে শুরু হয়েছে ভোটগণনা। আজ অন্তিম দিনে ভাগ্য নির্ধারণ হতে চলেছে প্রার্থীদের। সেই মত তিনটি দফায় ভোটগ্রহণের পর অসমে (Assam) ভোটগণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকেই।

অসমে মোট ১২৬টি আসনে হয়েছে ভোটগ্রহণ (Assembly Election 2021)। মসনদে বসতে লাগবে ৬৪টি আসন। সেরাজ্যে ৯৪৬ জন প্রার্থীর আজ হচ্ছে ভাগ্য নির্ধারণ। জানিয়ে দি, ২০১৬-র বিধানসভা নির্বাচনে অসমে জয়লাভ করেছিল বিজেপি। এবার সেই জয়ের ধারা অব্যহত রেখে প্রত্যাবর্তনের আসায় গেরুয়া শিবির (BJP)।

Assam Assembly Election Results 2021 Live: Assam Vidhan Sabha Election Vote  Counting Live Update, Assam Election 2021 Full List of Winners | The  Financial Express

সকাল ৮টা থেকেই করোনা বিধি মেনে সে রাজ্যে শুরু হয়েছে ভোটগণনা। শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই চলছিল বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। ৩টি আসনে বিজেপি এবং ৩টি আসনে কংগ্রেসের এগিয়ে থাকার মধ্য দিয়ে শুরু হয়েছিল কাঁটার টক্কর।

শেষ পাওয়া আপডেট পর্যন্ত অসমে এগিয়ে বিজেপি। পিছিয়ে কংগ্রেস। ৬৯টি সিটে এগিয়ে বিজেপি, কংগ্রেস ৩৮টিতে এবং অন্যান্যরা এগিয়ে ৩টি আসনে। অর্থাৎ প্রাথমিক ট্রেন্ডে ম্যাজিকফিগারে বিজেপি।


সম্পর্কিত খবর