বাংলা হান্ট ডেস্কঃ অসমের কার্বি আংলং জেলায় রবিবার জঙ্গি সংগঠন ইউনাইটেড পিপলস রেভুলোশনারি ফ্রন্ট-এর (UPRF) প্রধান কম্যান্ডারকে তাঁদেরই সহযোগী জঙ্গিরা মেরে ফেলেছে। UPRF-এর প্রধান অসমের বিরাপ্পান বলে পরিচিত ছিল।
পুলিশ জানায়, জেলার খেঙ্গপিবুং এলাকায় শনিবার সংগঠনের মধ্যেই গোষ্ঠী সংঘর্ষ বেঁধে যায়। আর রবিবার রাতে অসমের বিরাপ্পান বলে খ্যাত Mangin Khalhau-এর মৃত্যু হয়েছে। এক পুলিশ আধিকারিক জানান, নিজেদের লোকেদের মধ্যে বিবাদের সৃষ্টি হয়, এরপর তাঁরা একে উপরের উপর গুলি চালানো শুরু করে দেয়। এই ঘটনায় বিরাপ্পানের মৃত্যু হয়।
Mangin Khalhau ইউপিআরএফ- এর সবথেকে বড় কম্যান্ডার ছিল, নারী পাচারের সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁকে বিরাপ্পান নাম দেওয়া হয়। বিগত এক বছরের তাঁর সংগঠনের অনেক কুখ্যাত সদস্যদের পুলিশ এনকাউন্টারে নিকেশ করেছে। আর কিছুজন আত্মসমর্পণও করেছে।
পুলিশ জানায়, UPRF প্রধানের হত্যা সংগঠনের মধ্যে দ্বন্দ্বের কারণেই হয়েছে। UPRF প্রধানের শরীরে অনেক গুলি লাগার চিহ্নও পাওয়া গিয়েছে। পুলিশ তাঁকে মৃত অবস্থাতেই উদ্ধার করেছে। পুলিশ জানায়, UPRF প্রধানের দেহ পোস্ট মর্টেমের জন্য দিফু মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।