বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের (West Bengal) আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার হাত মেলাল কংগ্রেস আর সিপিএম (Cpim)। বাম দল আগেই কংগ্রেসের হাত ধরার জন্য সবুজ সঙ্কেত দিয়েছিল, আর এবার কংগ্রেসও সেই হাতে কাস্তে তুলে নেওয়ার ঘোষণা করে দেয়। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী অনুযায়ী, কংগ্রেসের হাই কম্যান্ড পশ্চিমবঙ্গে বামেদের সাথে নিয়ে লড়ার জন্য সবুজ সঙ্কেত দিয়েছে।
কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী ট্যুইট করে জানিয়েছেন যে, কংগ্রেস পার্টি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বামেদের সাথে জোট করেছে। বামেদের সাথে জোটের জন্য দলের শীর্ষ নেতৃত্বরা সবুজ সঙ্কেত দিয়েছে। ২০১৬ এর নির্বাচনের মত কংগ্রেস আর বামদল একসাথে মিলে তৃণমূল এবং বিজেপিকে কড়া টক্কর দেবে।
Today the Congress High command has formally approved the electoral alliance with the #Left parties in the impending election of West Bengal.@INCIndia@INCWestBengal
— Adhir Chowdhury (@adhirrcinc) December 24, 2020
রাজ্যের ২৯৪ টি বিধানসভা আসনে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস আর সিপিএম জোট করে নির্বাচনে লড়েছিল। সেবছর কংগ্রেস রাজ্যের বিধানসভায় দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে উঠে এসেছিল। কংগ্রেস ২০১৬ এর বিধানসভা নির্বাচনে ৪৪ টি আসন পেয়েছিল। আর সিপিএম ২৬ টি আসন পেয়েছিল। বিজেপি মাত্র তিনটি আসন দখল করতে সক্ষম হয়েছিল।
যদিও বর্তমানে রাজ্যের বিধানসভার পরিসংখ্যান দেখলে কংগ্রেসের কাছে ২৩ জন বিধায়ক আছে। আর বিজেপির বিধায়ক সংখ্যা বেড়ে ১৬ হয়ে গিয়েছে।