বাংলা হান্ট ডেস্ক : আজ অর্থাত্ সোমবার রাজ্যের তিন বিধানসভা কেন্দ্র খড়্গপুর কালিয়াগঞ্জ এবং করিমপুরে বিধানসভা উপনির্বাচন। উপনির্বাচনের জন্য আগে থেকেই 20 কোম্পানির আধা সেনা মোতায়েন করেছে নির্বাচন কমিশন। একুশের বিধানসভা নির্বাচনকে টার্গেট করে উপনির্বাচনে ভালো ফলের আশায় প্রহর গুনছে রাজ্যের শাসক শিবির অন্য দিকে লোকসভা নির্বাচনে মিরাক্কেল ফলাফলের পর কার্যত বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে মরিয়া বিজেপি শিবির।
তাই যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পঞ্চায়েত ভোট এবং বিধানসভা নির্বাচন কি বা লোকসভা নির্বাচনের মতো উপনির্বাচনের নিরাপত্তা আঁটসাট করা হয়েছে ওই তিন কেন্দ্রকে। বিশেষ করে খড়্গপুর যেহেতু দিলীপ ঘোষ সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন তাই এই কেন্দ্রটি বিশেষ গুরুত্বপূর্ণ এবং আগে থেকেই এই কেন্দ্রে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী দিলীপ ঘোষ বারবার ভোট প্রচারে তৃণমূল সরকারকে বিঁধেছেন।
অন্য দিকে আবার এই আসনে বাম কংগ্রেস জোট প্রার্থী দিয়েছে তার উপরে আবার শিব সেনা তাই তো মড়ার ওপর খাঁড়ার ঘা। শুধুমাত্র খড়্গপুর নয় কালিয়াগঞ্জ বিধানসভার ক্ষেত্রেও শাসক ও শাসক বিরোধী দলের হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলেই মনে করা হচ্ছে। তাই অধিকাংশ বুথেই নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে একই চিত্র ধরা পড়ছে করিমপুরে।
যেখানে পঞ্চাশ শতাংশের বেশি বুথে রয়েছে নিরাপত্তা বাহিনী, কালিয়াগঞ্জে 310 মাইক্রো অবজারভার থাকবে।তবে কালিয়াগঞ্জ এবং খড়্গপুরের জন্য আরও বেশি করে নিরাপত্তা বাহিনী মোতায়েন করার আবেদন জানিয়েছেন বিজেপির শিশির বাজোরিয়া। এমনকি তিনি করিমপুরেতৃণমূল প্রার্থীর বিরুদ্ধে ডেমো ইভিএমে প্রচার চালানোর অভিযোগ তুলেছেন। সব মিলিয়ে একেবারে নিরাপত্তায় ঘুরে ফেলা হয়েছে তিনি কেন্দ্রকে।