বাংলা হান্ট ডেস্ক : কাজের জন্য অতিরিক্ত চাপ দিচ্ছেন বস। রাগে তাই বসেকে কাটারি কোপ মারলো এক ব্যাংক কর্মী! চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চন্দননগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায়। আহত অ্যাসিস্ট্যান্ট ব্যাংক ম্যানেজার বর্তমানে চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বুদ্ধদেব মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত অঙ্কিতা বোস চন্দননগরের এই রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।অভিযুক্ত বুদ্ধদেব মণ্ডল ছিলেন এই ব্যাংকেরই ক্যাশিয়ার। গত বৃহস্পতিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ব্যাংকের মধ্যেই। অভিযুক্ত বুদ্ধদেব মন্ডল এদিন বিকাল ৫ টা নাগাদ কাটারির কোপ বসান অঙ্কিতা বোসের উপর।এই ঘটনার ফলে কান ও মাথার পিছনে আঘাত পান তিনি। এরপর তড়িঘড়ি ব্যাংকের অন্যান্য কর্মচারীরা অঙ্কিতা দেবীকে চন্দনগর মহকুমা হাসপাতালে নিয়ে যান।
এই ঘটনা সম্বন্ধে বলতে গিয়ে ব্যাংকের এক কর্মী জানিয়েছেন, তিনি যখন ব্যাংকে আসেন সেই সময় বুদ্ধদেবের কাছে একটি কাটারি দেখতে পান। কিন্তু ঠিক কি কারনে বুদ্ধদেব কাটারি নিয়ে চড়াও হলেন অঙ্কিতা দেবীর উপর তা পরিষ্কার নয়। ব্যাংক সূত্রে খবর, কাজের চাপ নিয়ে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল অঙ্কিতা ও বুদ্ধদেবের মধ্যে।অনুমান, হয়ত সেই রাগের কারণেই বুদ্ধদেব হামলা চালিয়েছে অঙ্কিতার উপর।
অভিযুক্ত বুদ্ধদেব মন্ডল পুলিশকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে অঙ্কিতা বোস কাজ নিয়ে খুব চাপ দিচ্ছিলেন। এই কারণেই রাগের মাথায় সে এই কান্ড ঘটিয়েছে।ব্যারাকপুরের বাসিন্দা অঙ্কিতা আপাতত স্থিতিশীল হলেও, পরিবারের লোকেরা তাকে চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন।