বাতাসে মিশেছে বিষ, একদিনেই হাসপাতালে রোগীর সংখ্যা দ্বিগুণ! কী আশঙ্কা করছেন চিকিৎসকরা?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : গত সোমবার ছিল কালীপুজো। আর দীপাবলি একদিকে যেমন আলোর উৎসব, তেমনই আতশবাজির উৎসবও বটে। শব্দবাজির দাপট রুখতে কড়া নির্দেশিকা জারি করেছিল পুলিশ প্রশাসন। তবুও বিভিন্ন জায়গা থেকে এসেছে শব্দবাজি নিয়ে অভিযোগ। এদিকে AQI (Kolkata Pollution) হু হু করে বেড়ে চলে গিয়েছে বিপদসীমার বাইরে। সেই সঙ্গে বাড়ছে শ্বাসকষ্ট এবং হৃদরোগের সমস্যাও।

কালীপুজোর পর থেকেই বাতাসে বেড়েছে দূষণ (Kolkata Pollution)

কালীপুজোর পর থেকে কেটে গিয়েছে তিন দিন। কিন্তু এখনও শহরের আকাশ কার্যত ‘বিষাক্ত’। বাজি ফাটার বিরাম নেই এখনও। লাগাতার শব্দবাজি, আতশবাজি থেকে বাতাসে মিশেছে কাঠকয়লা, সালফার, নিকেল, ক্যাডমিয়াম, ম্যাঙ্গানিজের মতো রাসায়নিক, যা অনেকের কাছেই বিষসম। শ্বাসকষ্টের রোগীদের তো বটেই, এই রাষায়নিকে ভারী বাতাসে (Kolkata Pollution) শ্বাস নিতে কষ্ট হচ্ছে আমজনতারও।

Asthma patients increasing for Kolkata pollution after kalipujo

শ্বাসকষ্টের সমস্যা বাড়ছে: কালীপুজো দীপাবলি পেরিয়ে এখনও বিষাক্ত শহরের বাতাস। দুর্বল ফুসফুস, শ্বাসকষ্ট থেকে সিওপিডির মতো সমস্যা যাদের রয়েছে যাদের রয়েছে, এই পরিস্থিতিতে সবথেকে বেশি ভুগছেন তারাই। জানা যাচ্ছে, কালীপুজোর রাতেই বাজির ধোঁয়ায় (Kolkata Pollution) অসুস্থ হয়েছেন অনেকে। শহরের বিভিন্ন প্রান্তে শ্বাসের সমস্যা নিয়ে সরকারি, বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অনেকেই। কলকাতা মেডিক্যাল কলেজ সূত্রে খবর, এমনি দিনে রাতে গড়ে প্রায় ৪০-৪৫ জন শ্বাসকষ্টের রোগী আসেন। কিন্তু কালীপুজোর পরদিন সেই সংখ্যাটা এক ধাক্কায় দ্বিগুণ হয়ে গিয়েছে।

আরও পড়ুন : ভাইফোঁটায় ছুটির মুডে মেট্রো, একধাক্কায় ট্রেন কমল ৯০ টি! শেষ মেট্রো কখন?

কী বলছেন চিকিৎসকরা: শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলিতেও চিত্রটা একই রকম। এর কারণ হল বাজির ধোঁয়ায় (Kolkata Pollution) বাতাসের ঘনত্ব বেড়েছে। প্রতি বছরই কালীপুজোর সময়ে এই শ্বাসকষ্টের সমস্যা বাড়ে। এমনকি ব্যস্ত রাস্তাগুলিতেও কমেছে দৃশ্যমানতা। যদিও চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে এইসময়ে শ্বাসকষ্টের সমস্যা হয়েই থাকে। তবে বাজির ধোঁয়ায় (Kolkata Pollution) বাতাস বিষাক্ত হয়ে যাওয়ায় সমস্যা আরও বাড়ে।

আরও পড়ুন : বিপদসীমার উপরে ধাপা, যে কোনও সময় ঘটতে পারে বিপর্যয়! আরও ৭৩ হেক্টর কৃষিজমি অধিগ্রহণ পুরসভার

চিকিৎসকরা বলছেন, এবার বাজির ধোঁয়ার সঙ্গে সূক্ষ্ম কণা, ধাতব যৌগ মিশেছে বাতাসে। এতে শ্বাসকষ্টের সঙ্গে সঙ্গে হৃদরোগের সমস্যা বাড়ছে। তাই চিকিৎসকরা বলছেন এই সময় সতর্ক থাকা জরুরি। সন্ধ্যার পর রোগীদের বাড়ির বাইরে বেরোতেও নিষেধ করা হচ্ছে।