অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ৭৯% কার্যকরী, তৃতীয় পর্বের ট্রায়াল শেষেই তথ্য প্রকাশ আমেরিকার

বাংলাহান্ট ডেস্কঃ  এবার মার্কিন যুক্তরাষ্ট্রে তৃতীয় ধাপে ট্রায়াল পর্বে অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ( AstraZeneca’s COVID-19 vaccine ) ৭৯ শতাংশ কার্যকারী বলে ঘোষণা করা হল। অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে প্রস্তুত এই ভ্যাকসিনকে করোনার বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা প্রদানে কার্যকর বলে সোমবার ঘোষণা করা হয় সোমবার। যদিও বিশ্বের ৫০টিরও বেশি দেশে এই ভ্যাকসিনের অনুমোদন দেওয়া হলেও, মার্কিন যুক্তরাষ্ট্র এটিকে এখনও ট্রায়াল পর্বে ( US Trials ) সীমাবদ্ধ রেখেছে।

তবে, ট্রায়াল থেকে এটা প্রমান হয়না যে কোনও ভ্যাকসিনকে বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাবে না বলে দাবি করা হয় একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। তবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে ( AstraZeneca’s Vaccine ) গুরতর কোনও পার্শ্ব প্রতিক্রিয়ায় উদাহরণ পাওয়া যায়নি বলে এদিন ঘোষণা করা হয়। এর ফলে সরকারি আধিকারিক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা এবার এই ভ্যাকসিনের প্রতি বিশ্বের মানুষের বিশ্বাস বাড়বে বলে জানায়। যদিও এই ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেওয়ার কারণে বিশ্বের প্রায় ১২ টিরও বেশি দেশ, বিশেষ করে ইউরোপের ( Europe )  দেশ গুলি সাময়িক ভাবে এই ভ্যাকসিনের প্রয়োগ স্থগিত রেখেছিল।

US data shows AstraZeneca vaccine effective against COVID-19 for all adults - ABC News

তবে মার্কিন যুক্তরাষ্ট্রে ( United States )  প্রায় ৩২ হাজার স্বেচ্ছাসেবকদের এই ভ্যাকসিনের ট্রায়াল পর্বে সামিল করে বৃহৎ পরীক্ষা চালায়। সেখান থেকেই যে স্টাডি উঠে এসেছে তাতে দাবি করা হয় যে, এই ভ্যাকসিন কোনও রকম গুরতর পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়ায় ৭৯ শতাংশ কার্যকরী। এমনকি এদিন এও ঘোষণা করা হয় যে, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন পূর্বের ট্রায়াল পর্বের তুলনায় এবার আরও বেশি কার্যকরি। বিশেষত এই ভ্যাকসিন করোনা থেকে প্রবীণদের বেশি সুরক্ষা দেয় বলে জানানো হয়।

প্রথম ব্রিটেনই এই ভ্যাকসিনকে ( Vaccine ) অনুমোদন দেয় সে দেশে ব্যবহারের জন্য। এরপর একে একে ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকাও অনুমোদন দেয় অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনকে ( AstraZeneca Vaccine )। প্রাথমিক পর্যায়ে এর কার্যকারীতা ছিল ৭০% এমনটাই জানা গিয়েছে। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৭৯ শতাংশে


সম্পর্কিত খবর