শাহরুখের সমান হবেন যশ, পা রাখবেন রাজনীতিতে! সামনে উজ্জ্বল ভবিষ‍্যৎ ‘রকি ভাই’এর

বাংলাহান্ট ডেস্ক: কেজিএফ চ‍্যাপ্টার ১ থেকে যে উন্মাদনা তৈরি হয়েছিল কেজিএফ চ‍্যাপ্টার ২ (KGF Chapter 2) এর পর তা দ্বিগুণ বেড়ে গিয়েছে। নতুন সুপারস্টার হয়ে উঠেছেন যশ (Yash)। এখন আর শুধু কন্নড় ইন্ডাস্ট্রিতেই আটকে নেই তাঁর খ‍্যাতি। গোটা দেশে ছড়িয়ে পড়েছে ‘রকি ভাই’ এর জনপ্রিয়তা। এমনকি, সেই দিন খুব দূরে নেই যেদিন শাহরুখ খানের মতো একজন আন্তর্জাতিক তারকা হয়ে উঠবেন যশ।

তাঁর আসল নাম নবীন কুমার গৌড়া। সিনেমায় পা রাখার পর নাম বদলে যশ করে নেন তিনি। ছোট থেকেই সুপারস্টার হওয়ার স্বপ্ন দেখতেন যশ। কেজিএফ তাঁকে কাঙ্খিত খ‍্যাতি এনে দিয়েছে। কন্নড় ইন্ডাস্ট্রির সবথেকে দামি তারকা তিনিই। এবার এক জ‍্যোতিষী জানালেন, ভবিষ‍্যতে আরো সাফল‍্য লেখা রয়েছে যশের।

Yash KGF2 080121 1200 DN 1
বেঙ্গালুরুর খ‍্যাতনামা জ‍্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি জানান, শাহরুখের সঙ্গে যশের ভবিষ‍্যৎ তুলনা করা যায়। অর্থাৎ আজ কিং খানের যে পরিচিতি, যে জনপ্রিয়তা, যে ব‍্যাপ্তি সেটা ভবিষ‍্যতে যশেরও হবে। শাহরুখের সমান হয়ে উঠবেন তিনি। তাঁর যে উদ‍্যম, সৎ ও ইতিবাচক মানসিকতা তাতে ভর করে আগামী কয়েক বছরে একজন আন্তর্জাতিক তারকা হবেন যশ।

জ‍্যোতিষী আরো জানিয়েছেন, নিজের প্রযোজনা সংস্থা খুলবেন অভিনেতা। শুধু তাই নয়। বড় চমক দিয়ে জ‍্যোতিষী দাবি করেছেন, বছর দশেক পরে রাজনীতিতে পা রাখবেন যশ। সেখানেও তাঁর উজ্জ্বল কেরিয়ার। নিত‍্য নতুন সফল পরিকল্পনা আনবেন তিনি। তবে অভিনয় সমান ভাবে চালিয়ে যাবেন যশ। ভারতের প্রথম সারির তারকা হয়ে উঠবেন তিনি। কেরিয়ারের পাশাপাশি ব‍্যক্তিগত জীবনও অনুকূলেই থাকবে যশের, দাবি জ‍গন্নাথ গুরুজির।

উল্লেখ‍্য, এই জ‍্যোতিষী এর আগে একাধিক তারকাদের ভবিষ‍্যৎ সঠিক ভাবে গণনা করেছেন। তাদের সন্তানদের লিঙ্গ নির্ধারণ থেকে শুরু করে আইপিএলের ফলাফল কিংবা রাজনৈতিক ভোটাভুটির ফল তাঁর গণনার যথার্থতা প্রমাণ করেছে। যশের ক্ষেত্রে সেটা কতটা মিলবে তা বলতে পারে শুধুই সময়।

Niranjana Nag

সম্পর্কিত খবর