ভাঙড়ে পোড়ানো হচ্ছে সরকারি নথি! অভিযোগ পেয়েই ঘটনাস্থলে CBI, দানা বাঁধছে রহস্য

বাংলা হান্ট ডেস্কঃ গত বছর থেকে নিয়োগ দুর্নীতি ইস্যুতে তোলপাড় গোটা বাংলা। নিত্যদিন কেলেঙ্কারি ইস্যুতে উঠে আসছে নিত্য নতুন নাম। দুর্নীতির গোড়ায় পৌঁছতে রাজ্য জুড়ে চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই এর ম্যারাথন তল্লাশি। উদ্ধার হচ্ছে টাকার পাহাড়, নানা নথি-তথ্য। এই উত্তপ্ত পরিস্থিতিতেই এবার ভাঙড়ের (Bhangar) আন্দুল গড়িয়াতে রাতের অন্ধকারে সরকারি নথি (Documents) পোড়ানোর অভিযোগ।

জানা যাচ্ছে, বিস্তীর্ণ জায়গা জুড়ে নথি জমিয়ে সেগুলি পুড়িয়ে দেওয়া হচ্ছে। রবিবার দুপুর থেকে ঘেরা জমিতে দাউদাউ করে জ্বলছে নথি। মঙ্গলবার দুপুরে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছয় সিবিআই (CBI) আধিকারিকরা। তবে তদন্তকারী অফিসাররা সেখানে পৌঁছনোর আগেই বহু সংখ্যক নথি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে সূত্রের খবর। এরপরেই তখনও পুড়ে না যাওয়া অবশিষ্ট নথি গুলি উদ্ধারের কাজে নেমেছে সিবিআই।

   

পোড়ানো নথি গুলি সরকারি নথি বলেই জানা গিয়েছে। তবে কে বা কারা এর পেছনে রয়েছে সেই বিষয়ে এখনও কিছু স্পষ্ট নয়। অন্যদিকে, সাত সকালে এলাকায় ধোয়া দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দুর্নীতি ধামাচাপা দিতেই এই কাণ্ড ঘটানো হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।

bhangar

যদিও নথিগুলি ভাঙড় এলাকারই কিনা, আদেও এ রাজ্যের কিনা সেই বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। অন্যদিকে, দুর্নীতি ইস্যুতে উত্তপ্ত বাংলায় নথি পোড়ানোর খবর প্রকাশ্যে আসতেই শুরু রাজনৈতিক তরজা। এই প্রসঙ্গে ভাঙড় বিধানসভা ক্ষেত্রের পর্যবেক্ষক শওকত মোল্লা বলেন, “কে বা কারা এই এলাকায় এতসব কাগজ নিয়ে এসে পুড়িয়ে ফেলছে, তা CBI তদন্ত করে বের করুক। CBI যদি তদন্ত করে বের করতে পারে, তাহলে তা খুবই আনন্দের কথা। আমাদের তরফ থেকে কোনও সহযোগিতার দরকার হলে আমরা তা করতে রাজি।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর