পর্যটকদের জন্য বড় ধাক্কা! দিঘার হোটেল মালিকরা যা সিদ্ধান্ত নিলেন, শুনে মাথায় হাত

বাংলা হান্ট ডেস্ক : বছরের শেষে আনন্দ উপভোগ করার জন্য দিঘায় (Digha) ছুটি কাটাতে গেলে সমস্যার মুখে পড়তে পারেন। কারণ দিঘার হোটেল ঘরগুলিতে ৩০শে ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত যদি বুকিং না করেন তাহলে বিপাকে পড়বেন। কারণ পর্যটকদের ভিড়ে হোটেল ফাঁকা পাওয়া খুব চাপের। আপনারা যদি দিঘা, মন্দারমনি, তাজপুর ঘুরতে চান তাহলে এই তিনটে দিনই হোটেল বুক করতে হবে। সূত্রের খবর, এই দিনগুলির বাইরে হোটেল ভাড়া দেওয়া হবে না। এই নিয়েই সমস্যায় ভুগছেন পর্যটকরা।

নতুন বছর শুরু হতে আর মাত্র কটা দিন বাকি। বছরের শুরুর দিনই পড়েছে সোমবার। এই তিনদিনের বাইরে বেশির ভাগ হোটেলের মালিক ভাড়া দিতে রাজি নন। তাই আগে থেকে যদি বুক রাখেন হোটেল তাহলে, সমস্যার থেকে পার পাবেন। এই হোটেলগুলির খরচ শুরু হচ্ছে প্রায় ২৫০০-৩০০০ টাকা থেকে। হোটেল যদি ভালো নিতে চান, সেই অনুযায়ী হোটেলের দাম বাড়বে।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দিঘা, মন্দারমনি, তাজপুরে এই কটাদিন অধিকাংশ হোটেল ভাড়া বন্ধ থাকবে। আসলে অনেক কর্মচারীরা ১ জানুয়ারি বাড়ি ফিরে যান। যার কারণে হোটেল ব্যবসায়ীদের তেমন লাভ হবে না। ফলে তারা ৩দিন ছাড়া হোটেল ভাড়া দিতে রাজি নয়।

হোটেল ব্যবসায়ীরা শনিবার থেকে টানা সোমবার পর্যন্ত হোটেল ভাড়া দিতে রাজি। যদিও দিঘা হোটেলের সংগঠন এই নিয়ম মানতে রাজি নন। কিন্তু তারা নিজের স্বার্থের জন্য এমন করছে বলে দাবি করেছেন দিঘা সংগঠন। এরইমধ্যে দিঘা সৈকত সুন্দরভাবে সাজানো শুরু করেছে। যাতে পর্যটকদের কোনো রকম অসুবিধাই না পড়তে হয়। যাতে পর্যটকরা ভালোভাবে ঘোরা-ফেরা করতে পারে তার জন্য এখন থেকেই পুলিশ টহল দিতেও শুরু করেছে।

 

সম্পর্কিত খবর