সবকিছু চাই নিখুঁত, আথিয়া-কে এল রাহুলের বিয়ের প্রস্তুতি শুরু সুনীল শেট্টির

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ক্রিকেট আর বলিউডের মেলবন্ধন বহুদিনের। পূর্ববর্তী প্রজন্মে একাধিক অভিনেত্রী ক্রিকেটারকে ভালবেসে সংসার বেঁধেছেন। পরবর্তী প্রজন্মও ব‍্যতিক্রম নয়। সবথেকে বড় উদাহরণ আথিয়া শেট্টি (Athiya Shetty) ও কে এল রাহুল (KL Rahul)। সুনীল শেট্টি কন‍্যা যে ভারতীয় ক্রিকেট দলের এই তারকা ব‍্যাটসম‍্যানকে মন দিয়ে বসেছেন, তা অনেক দিন আগেই জানা গিয়েছিল।

সম্প্রতি দুজনে সম্পর্কটাকে আনুষ্ঠানিক স্বীকৃতিও দিয়েছেন। আর তারপর থেকেই দুজনের বিয়ের গুঞ্জন শুরু হয়েছে। মাস কয়েক আগে ভাই আহান শেট্টির অভিষেক ছবি ‘তড়প’ এর প্রিমিয়ারে প্রেমিককে নিয়ে পৌঁছেছিলেন আথিয়া। দুজনের সোশ‍্যাল মিডিয়া অ্যাকাউন্টও একে অপরের ছবিতে ভর্তি।


এমতাবস্থায় খবর ছড়িয়েছে, চলতি বছরেই বিয়ের সানাই বাজবে শেট্টি পরিবারে। ডিসেম্বরে নাকি মেয়ের বিয়ে দিতে চলেছেন সুনীল। বহু বছর পর শেট্টি পরিবারে আবারো একটি বিয়ের আসর বসবে। মেয়ের এই বিশেষ দিনে কোনো খামতি রাখতে চান না সুনীল।

সূত্রের খবর মানলে, আথিয়ার বিয়ে নিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছেন তিনি। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা! এখন থেকেই শহরের সেরা হোটেল, ডিজাইনার, ক‍্যাটারার সমস্ত কিছুই নাকি বুক করে রেখে দিয়েছেন অভিনেতা। ডেস্টিনেশন ওয়েডিং নয়, জুহুর পাঁচতারা হোটেলে বসবে রাহুল আথিয়ার বিয়ের আসর।


বলিউড তারকারা তো আছেই, ক্রিকেট জগৎ থেকেও খ‍্যাতনামীরা আসবেন বিয়েতে, সূত্রের দাবি এমনটাই। শেট্টি পরিবারের সকলে যে কে এল রাহুলকে মেনে নিয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। হবু জামাইয়ের খেলা দেখতে যাওয়া থেকে শুরু করে মেয়ের সোশ‍্যাল মিডিয়া পোস্টে কমেন্টও করেন সুনীল। এখন বিয়েটা ভালোয় ভালোয় মিটলেই খুশি হবে জুটির ভক্তরা।

সম্পর্কিত খবর

X