দু’গোলে পিছিয়ে থেকেও ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে হার বাঁচালো এটিকে।

আইএসএলে এটিকের গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেল। কিন্তু শেষ ম্যাচে জয় এলো না এটিকের। ব্যাঙ্গালুরুর সাথে 2-2 ড্র করেই সন্তুষ্ট থাকতে হল এটিকে কে। প্রথমার্ধে ব্যাঙ্গালুরুর কাছে 2-0 গোলে পিছিয়ে পড়েছিল এটিকে সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে 2-2 ড্র করল। এতে অবশ্য কিছুটা হলেও খুশি এটিকে কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস।

এটিকে এবং ব্যাঙ্গালুরু দুই দলই ইতিমধ্যে শেষ চারে খেলা নিশ্চিত করে ফেলেছে। সেই কারণে শনিবারের ম্যাচ দুই দলের কাছেই কার্যত নিয়ম রক্ষার ম্যাচ ছিল। সেই কারণে ব্যাঙ্গালুরুর কোচ কার্লোস কুদ্রাত দলের প্রথম সারির একাধিক ফুটবলার কে বিশ্রাম দিয়েছিলেন তার মধ্যে সুনীল ছেত্রীও ছিলেন। ম্যাচের 18 মিনিটের মাথায় গোল করে ব্যাঙ্গালুরু কে এগিয়ে দেন দিমাস দেলগাদোর।  তারপর 35 মিনিটের মাথায় ফের গোল করে ব্যবধান বাড়ায় জামাইকার জাতীয় দলের স্ট্রাইকার কেভাউগন ফ্রাতের।

ব্যাঙ্গালুরু কোচের কাছে এই ম্যাচ নিয়ম রক্ষার হলেও এটিকে কোচ হাবাস জানিয়েছিলেন তার কাছে এই ম্যাচের গুরুত্ব রয়েছে। সেই কারণে প্রথম একাদশে খুব একটা পরিবর্তন করেন নি হাবাস। রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামসের মত ফুটবলারদের রেখেই দল সাজিয়ে ছিলেন হাবাস।

soosairaj atk

প্রথমার্ধে 2-0 তে পিছিয়ে পড়ায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝাঁজ বাড়ায় এটিকে। হাবাস নিজের দলের একের পর এক ডিফেন্ডারদের তুলে নিয়ে স্ট্রাইকারদের মাঠে নামান। তাতেও কিছুতেই গোল আসছিল না। অবশেষে ম্যাচের বয়স যখন 86 মিনিট সেই সময় গোল করে ব্যবধান কমান এদু গার্সিয়া, তারপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এদু গার্সিয়ার বাড়ানো পাস থেকে গোল করে এটিকের হার বাঁচান সুসাইরাজ। এই ম্যাচ ড্র করার ফলে 18 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে লীগ টেবিলের দ্বিতীয় স্থানে থেকেই গ্রুপ পর্ব শেষ করল এটিকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর