বাংলা হান্ট নিউজ ডেস্ক: ডার্বি জয়ের রেশ নিয়ে গতকাল মাঠে নেমেছিল এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ ছিল গতবারের আইএসএল চ্যাম্পিয়ন মুম্বাই সিটি এফসি। ২০২০-২১ মরশুমে ফাইনালে সুবজ মেরুণ শিবির-কে হারিয়েই খেতাব জিতেছিল মুম্বাই। তাছাড়াও গতবারের ৩ সাক্ষাতে একবারও মুম্বাই সিটি-র বিরুদ্ধে জয় পায়নি এটিকে মোহনবাগান। তাই এই ম্যাচ প্রীতম কোটাল-দের কাছে ছিল বদলার ম্যাচ।
কিন্তু বাস্তবে ম্যাচে দেখা গেলে সম্পূর্ন অন্য ছবি। আইএসএল ২০২১-২২ মরশুমে টানা দুই ম্যাচ জিতে তৃতীয় ম্যাচ খেলতে নামা সবুজ মেরুণ শিবির-কে লজ্জার হারের মুখ দেখতে হলো গতকাল। দেশ ব্যাকিংহামের মুম্বাই সিটি এফসি গুনে গুনে পাঁচ বার বল জড়ালো এটিকে মোহনবাগান শিবিরের জালে। সবুজ মেরুণ শিবিরের সান্তনা বলতে পরিবর্ত হিসাবে নামা ডেভিড উইলিয়ামসের একটিমাত্র গোল। ম্যাচ শেষের পর অবশ্য সবুজ মেরুণ সমর্থকরা ক্ষোভ উগরে দিয়েছিল জঘন্য রেফারিংয়ের ওপর।
ডার্বিতে দুরন্ত ফুটবল খেলে এসসি ইস্টবেঙ্গল-কে চূর্ণ করে জেতার পরে আত্মবিশ্বাসীই ছিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। কিন্তু ম্যাচ শুরু হতেই তাদের বাস্তবের মাটিতে টেনে নামায় মুম্বাই। ম্যাচের প্রথমার্ধের শেষদিকে লাল কার্ড দেখে দলের সমস্যা আরও বাড়ান এইবছর চেন্নাইয়ান এফসি থেকে মোহনবাগানে যোগ দেওয়া ডিফেন্ডার দীপক টাংরি। গতকাল এটিকে মোহনবাগানের বিরুদ্ধে জোড়া গোল করলেন তরুণ ভারতীয় ফুটবলার বিক্রম প্রতাপ সিং। এছাড়া একটি করে গোল করেন মুম্বাইয়ের এক নম্বর ডিফেন্ডার মোর্তাদা ফল, দ্রুতগতির ভারতীয় উইঙ্গার বিপিন সিং এবং গতবছরের এফসি গোয়ার গোলমেশিন হওয়ার পর এই মরশুমে মুম্বাই সিটি এফসি-তে যোগ দেওয়া ঈগর আঙ্গুলোর। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নামা ডেভিড উইলিয়ামস। দূরপাল্লার শটে ম্যাচের সেরা গোলটি তিনি করলেও ম্যাচের শেষে শূন্য হাতেই মাঠ ছাড়তে হয় রয় কৃষ্ণাদের।
ম্যাচের পর রেফারিং নিয়ে ক্ষোভ জানাতে ভোলেননি মোহনবাগান সমর্থকরা। বিক্রম প্রতাপের একটি স্পষ্ট হ্যান্ডবল হওয়া গোল বাতিল করেননি রেফারি। বাংলার আর এক দল এসসি ইস্টবেঙ্গলের অবস্থাও শোচনীয়। কিন্তু তাদের ক্ষেত্রে ক্লাবের অভ্যন্তরীণ সমস্যা থেকে শুরু করে প্রতি বছর আগাগোড়া দল বদলে ফেলার মত হাজার কারণ রয়েছে ব্যর্থতার। কিন্তু সেই সমস্ত সমস্যা থেকে মুক্ত এটিকে মোহনবাগান। তা সত্ত্বেও ৩ বছর ধরে সেট হওয়া একটি দল নিয়ে কি করে তারা এই লজ্জার শিকার হল সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সবুজ মেরুণ সমর্থকরা।