এই মুহূর্তে বাংলার ফুটবলে সুদিন চলছে, পুরো বিশ্ব করোনা জ্বরে আক্রান্ত হলেও বাংলা এই মুহুর্তে কাবু ফুটবল জ্বরে। কিছুদিন আগেই মোহনবাগান আইলিগ জিতে ভারত সেরা হয়েছে। আর এবার আইএসএল জিতে ফের ভারত সেরা বাংলার ফুটবল ফ্রাইঞ্চজি এটিকে। এই নিয়ে তৃতীয় বারের জন্য আইএসএল জিতল এটিকে।
আজ গোয়ায় ছিল আইএসএল ফাইনাল ম্যাচ, এই ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে বনাম চেন্নাই এফসি। করোনা ভাইরাস এর জন্য আজকে আইএসএল এটিকে বনাম চেন্নাই এর ম্যাচ টি হয় দর্শকশূন্য গ্যালারিতে। ফুটবল ভক্তরা এই ম্যাচ দেখা থেকে বঞ্চিত হয়। তাদের কাছে এই ম্যাচ দেখার একমাত্র উপায় ছিল টিভির পর্দা।
এইদিন ফাইনাল ম্যাচে প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করেন হাবাসের ছেলেরা। আর এরই ফলে ম্যাচ শুরুর 10 মিনিটের মাথায় গোল পেয়ে যায় এটিকে। তারপর দুই দলের কাছে একাধিক গোলের সুযোগ এলেও প্রথমার্ধে আর কোনো দলই গোল করতে পারেনি। এরফলে প্রথমার্ধ শেষ হয় 1-0 ফলাফলে। তারপর দ্বিতীয়ার্ধের শুরুতে 48 মিনিটের মাথায় ফের গোল করে 2-0 ব্যবধানে এগিয়ে যায় এটিকে। কিছুক্ষন পরেই গোল করে ব্যবধান কমায় চেন্নাই। কিন্তু তারপর আর গোল করতে পারে নি চেন্নাই। ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে চেন্নাইয়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন হাবি হার্নান্দেজ। এরফলে ফাইনাল ম্যাচটি 3-1 ব্যবধানে জিতে নেয় এটিকে। হিরো অফ দ্যা ম্যাচ হন এটিকের গোলকিপার অরিন্দম ভট্টাচার্য।