বাংলাদেশে ঈদের নামাজের পর জুতো পালটানো নিয়ে তুমুল বিবাদ, সংঘর্ষের জেরে নিহত ৫

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল শনিবার ছিল খুশির ঈদ (Eid)। দেশ জুড়ে উৎসবের আমেজ। যে উৎসব শান্তির বার্তা বহন করে সেই উৎসবকে কেন্দ্র করেই অশান্তি হয়ে উঠল ওপার বাংলা। এবার বাংলাদেশে (Bangladesh) ইদের দিনেও উঠে এল প্রাণহানির খবর। জানা গিয়েছে, বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার জেরে সে দেশে প্রাণ হারিয়েছেন মোট ৫ জন।

কোনো জায়গায় ইদের নমাজের পর জুতো হারানো, তো কোনো জায়গায় পূর্ব শত্রুতার জেরে বইলো রক্তবন্যা। সূত্রের খবর, বাংলাদেশের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার মাইজখলা গ্রামে ইদের নমাজের পর মসজিদের সামনে থেকে জুতা হারানোকে কেন্দ্র তুলকালাম বাধে দুই পক্ষের মধ্যে। ঈদের দিনের এই মর্মান্তিক ঘটনায় প্রাণ হারিয়েছেন বয়স ৩০ এর এক যুবক। সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। জানা গিয়েছে, এই ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন। আহত বেশ কিছু পুলিশকর্মীও।

bangladesh

ঈদের দিন সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামেও ঘটল প্রানহানির ঘটনা। নামাজ শেষে একদল যুবক উচ্চস্বরে গান বাজানোয় প্রতিবাদ করেন এক বৃদ্ধ। যার মাসুল দিতে হল প্রায় দিয়ে। যুবকদের হাতে খুন হন ওই বৃদ্ধ। ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়ে পরে গোটা এলাকায়। ময়মনসিংহ জেলা শহরে ঈদের দিন ভোরে শহরে ছুরিকাঘাতে দুই ইজিবাইক চালক নিহত হয়েছেন।

অন্যদিকে, নামাজে বসা নিয়েও বাঁধলো সংঘর্ষ। কিশোরগঞ্জের হোসেনপুরে ঈদের নমাজে বসা নিয়ে বচসা। দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল একজনের। জখম অন্তত ৩৫। শনিবার সকালে উপজেলার পুইশুর গ্রামে নামাজ শেষে পূর্বশত্রুতার জেরে গোপালগঞ্জ জেলার কাশিয়ানিতে দুপক্ষের সংঘর্ষ বাধে। ঘটনায় মাধ্যমিক পরীক্ষার্থী সহ আহত মোট ১৫ জন। বর্তমানে সকলেই চিকিৎসাধীন তারা। সবমিলিয়ে শান্তির ঈদে অশান্ত পড়শি দেশ বাংলাদেশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর