বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে অধিকাংশ মানুষই যুগের সাথে তাল মিলিয়ে ATM থেকে টাকা তোলেন। যার ফলে যে কোনো শহরেই যখন ইচ্ছে আপনি টাকা তুলতে পারেন। এমতাবস্থায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) একটি বার্তা ক্রমশ ভাইরাল হচ্ছে। যেখানে দাবি করা হচ্ছে যে, SBI (State Bank Of India)-র ATM থেকে ৪ বারের বেশি টাকা তোলা হলে গ্রাহকদের অতিরিক্ত ১৭৩ টাকার চার্জ দিতে হবে। এদিকে, এই বার্তা সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে, এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই খবরটি সম্পূর্ণ ভুয়ো। এমনকি, SBI এইরকম কোনো নিয়মই জারি করেনি।
সোশ্যাল মিডিয়ায় ভুয়ো বার্তা ভাইরাল: মূলত, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই বার্তায় দাবি করা হয়েছে যে, সেভিংস অ্যাকাউন্টে এক বছরে ৪০ টির বেশি লেনদেনের ক্ষেত্রে, সঞ্চিত অর্থ থেকে ৫৭.৫ টাকা কেটে নেওয়া হবে প্ৰতিটি লেনদেনে এবং ATM থেকে চার বারের বেশি টাকা তোলার ক্ষেত্রে মোট ১৭৩ টাকা কেটে নেওয়া হবে। এমতাবস্থায়, পিআইবি ফ্যাক্ট চেক (PIB Fact Check) এই দাবিটিকে সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে। পাশাপাশি, ফ্যাক্ট চেক থেকে জানা গেছে যে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেনদেন সম্পর্কিত নিয়মগুলিতে কোনোরকম পরিবর্তন করেনি।
করা হচ্ছে এমন দাবি: এদিকে অন্য আরেকটি ভাইরাল বার্তায় দাবি করা হয়েছে যে, SBI-এর ATM থেকে ৪ টির বেশি ট্রানজাকশনের ক্ষেত্রে ১৫০ টাকার ট্যাক্স এবং ২৩ টাকার সার্ভিস চার্জ সহ মোট ১৭৩ টাকা কেটে নেওয়া হবে। শুধু তাই নয়, ওই ভুয়ো বার্তায় আরও দাবি করা হয়েছে যে, গত ১ জুন থেকেই নাকি এই নিয়ম কার্যকর করা হয়েছে।
दावा: बचत खाते मे वर्ष मे 40 ट्रांजेक्शन से अधिक होने पर जमा राशि से प्रति ट्रांजेक्शन ₹57.5 की कटौती की जाएगी और एटीएम से 4 बार से अधिक पैसा निकालने पर कुल ₹173 काटे जायेंगे#PIBFactCheck
▶️ये दावे #फर्जी हैं
▶️@TheOfficialSBI ने ट्रांजेक्शन के नियमों में बदलाव नहीं किया है https://t.co/s3b8VwEhv5 pic.twitter.com/JGSaFavzJv
— PIB Fact Check (@PIBFactCheck) August 18, 2022
RBI-র নিয়ম কি বলছে: ইতিমধ্যেই পিআইবি ফ্যাক্ট চেক এসব দাবিকে ভুয়ো বলে ঘোষণা করেছে। পাশাপাশি, জানিয়ে রাখি যে, ATM নিয়ে এমন কোনো নতুন নিয়মও নেই। এই প্রসঙ্গে RBI (Reserve Bank of India)-র ওয়েবসাইট অনুসারে জানা গিয়েছে যে, আপনি আপনার ব্যাঙ্কের ATM থেকে প্রতি মাসে ৫ টি ফ্রি ট্রানজাকশন করতে পারেন। যদিও এরপরে, প্রতিটি লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ ২১ টাকা অথবা কোনো ট্যাক্স থাকলে তা আলাদাভাবে দিতে হবে।