মহাকুম্ভে যাওয়ার পথে ভয়ঙ্কর বিপত্তি! ট্রেনে চলল হামলা, যা যা ঘটল…..শিউরে উঠছেন পূণ্যার্থীরা

Published On:

বাংলাহান্ট ডেস্ক : মহাকুম্ভ (Kumbh Mela) উপলক্ষ্যে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে ছুটছেন কাতারে কাতারে মানুষ। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীদের যাতে ট্রেনে করে আসতে কোনো ধরণের সমস্যার মুখোমুখি হতে না হয়, সেই কারণেই স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। কিন্তু এবার কুম্ভ স্পেশাল ট্রেনের ঘটল মারাত্মক ঘটনা।

আরোও পড়ুন : অবিশ্বাস্য! স্বপ্নে দেখা নম্বরেই লটারি জিতলেন মহিলা, হাতে পেলেন ৪০ লক্ষ টাকা, তারপরে যা হল….

মহাকুম্ভের (Kumbh Mela) আগেই ভয়ঙ্কর বিপত্তি

সূত্রের খবর, প্রয়াগরাজগামী একটি ট্রেনে (Special Train) হামলার ঘটনা ঘটেছে। আর এই ঘটনার খবর প্রকাশ্যে আসতে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে সারা দেশে। জানা গিয়েছে, ট্রেন লক্ষ্য করে ছোঁড়া হয়েছে ইট-পাথর। শুধু তাই নয়, ভেঙে দেওয়া হয় জানলার কাঁচও। এদিকে, একাধিক জানালার কাঁচ ভাঙতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

Attack in kumbh mela special train

তাপ্তি গঙ্গা এক্সপ্রেস গুজরাটের সুরাট থেকে উত্তর প্রদেশের প্রয়াগরাজ যাচ্ছিল। ট্রেনটি যখন মহারাষ্ট্রের জলগাঁওয়ের উপর দিয়ে এগোচ্ছিল সেই সময়েই হামলা চালানো হয়। লাগাতার ইট-পাথর ছোঁড়ে কিছু দুষ্কৃতীরা। ইটের আঘাতে ট্রেনের বি৬ কামরার জানালা ভেঙে যায়। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া দৌলতে ভাইরাল (Viral Video) সেই ভিডিও।

এক্স মাধ্যমের সেই ভিডিয়োয় ট্রেনের এক যাত্রীকে বলতে শোনা যায়, জলগাঁও থেকে তিন কিলোমিটার আগে কিছু দুষ্কৃতী ট্রেন লক্ষ্য করে ইট ছোড়ে। পাশাপাশি একথাও উঠে আসে যে, গোটা জানালার কাচ যেভাবে টুকরো টুকরো হয়ে ভেঙে গিয়েছে, যে কোনও সময়ে যাত্রীদের গায়ে সেই কাচের টুকরো পড়তে পারে। সুরক্ষার জন্য রেলমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন যাত্রীরা।

রেলের তরফেও জানানো হয়েছে, মহাকুম্ভের (Kumbh Mela) জন্য প্রয়াগরাজের উদ্দেশ্য রওনা দিয়েছেন ওই ট্রেনের প্রায় ৪৫ শতাংশ যাত্রীই। সেন্ট্রাল রেলওয়ে ও পুলিশের তরফে ইতিমধ্যেই জোরকদমে শুরু হয়ে গিয়েছে ঘটনার তদন্ত প্রক্রিয়া। সংশ্লিষ্ট এলাকার সব সিসিটিভি ফুটেজ চেক করা হচ্ছে। হামলার পরই ট্রেনে সঙ্গে সঙ্গে আরপিএফের চারটি টিম পাঠানো হয়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X