সানি লিওনের শুটিং সেটে গুন্ডাদের তাণ্ডব, ভ‍্যানিটি ভ‍্যানে ঢুকে প্রাণ বাঁচালেন অভিনেত্রী

বাংলাহান্ট ডেস্ক: অতি সম্প্রতি শুটিং (shooting) শুরু হয়েছে সানি লিওনের (sunny leone) আগামী ওয়েব শো ‘অনামিকা’র (anamika)। পরিচালক বিক্রম ভাটের এই ছবিতে অভিনয় করছেন সানি, এমনটা আগেই শোনা গিয়েছিল। তবে শুটিং শুরু হতে না হতেই বড়সড় ঝামেলার মুখে পড়েছে এই ছবি। রীতিমতো তাণ্ডব চালানো হল অনামিকার শুটিং সেটে।

জানা গিয়েছে যারা তাণ্ডব করেছে তারা সকলেই ‘দ‍্য ফাইটারস অ্যাসোসিয়েশন’ এর সঙ্গে যুক্ত। অ্যাকশন ডিরেক্টর আব্বাস আলি মঘুল পাওনা পারিশ্রমিক আদায়ের জন‍্য তাদের শরণাপন্ন হন। ছবির পরিচালক জানিয়েছিলেন, আব্বাসকে ১৩-১৪ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তাঁর সেটে হামলা করে ৩৮ লক্ষ টাকা দাবি করে ফাইটারস অ্যাসোসিয়েশনের লোকজন। এর আগে আব্বাসের করা আটটি শোয়ের জন‍্য বকেয়া পারিশ্রমিক হিসাবে দাবি করা হয় ওই টাকা।

Sunnyleone
পরিচালক বিক্রম ভাট জানান, শুটিং চলাকালীন তিন চার জন এসে তাঁকে শাসায় ক‍্যামেরার সামনে এসে শুটিং বন্ধ করে দেবে তারা। পরিচালক জানান প্রথমেই তাঁর মাথায় আসে সানির সুরক্ষার কথা। অভিনেত্রীকে কোনো ভাবে তাঁর ভ‍্যানিটি ভ‍্যানে তুলে দিতে সক্ষম হন তিনি। পরিচালক আরো বলেন, তাঁর কোনো ধারনাই ছিল না ফাইটারস অ্যাসোসিয়েশনের লোকজন এভাবে তাঁর সেটে হামলা করতে পারে। আব্বাসকে আইনি নোটিসও পাঠিয়েছেন তিনি।

প্রসঙ্গত, এই মুহূর্তে বেশ কয়েকটি প্রোজেক্ট রয়েছে সানির হাতে। ঐতিহাসিক ভীমা কোরেগাঁওয়ের যুদ্ধ নিয়ে এবার তৈরি হতে চলেছে ছবি। ছবির নাম, ‘দ‍্য ব‍্যাটল অফ ভীমা কোরেগাঁও’। সেই ছবিতেও গুপ্তচরের চরিত্রে দেখা যাবে সানিকে। পাশাপাশি একজন নৃত‍্যশিল্পীর ভূমিকাতেও অভিনয় করবেন তিনি। সানির সঙ্গে ছবিতে রয়েছেন অভিনেতা অর্জুন রামপালও। মাহার যোদ্ধার চরিত্রে দেখা যাবে তাঁকে।

তবে পরিচালক রমেশ থেতে এখনি এই বিষয়ে বেশি তথ‍্য দিতে নারাজ। দর্শকদের জন‍্য বড়সড় চমক যে তিনি নিয়ে আসতে চলেছেন তা বেশ স্পষ্ট। ১৮১৮ সালে পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ‍্যে যুদ্ধ হয়। সেই যুদ্ধের কাহিনি নিয়েই তৈরি হতে চলেছে এই ছবি। সাম‍্যের দাবিতে কিভাবে এই যুদ্ধ হয়েছিল সেটাই উঠে আসবে ছবিতে।

Niranjana Nag

সম্পর্কিত খবর