ঝাড়গ্রামে অভিষেকের কর্মসূচীর মাঝে কুড়মিদের হামলা! ইঁটবৃষ্টি বীরবাহার গাড়িতে, উঠল ‘চোর চোর” স্লোগান

বাংলা হান্ট ডেস্ক : কুড়মিদের সঙ্গে বিবাদ আরও ভয়ংকর আকার নিল। এবার সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গাড়িতে হামলার ঘটনা ঘটল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির মাঝে কুড়মিদের রোষে মন্ত্রী ও বিধায়কেরা। অভিযোগ, গড় শালবনি এলাকায় মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং বিধায়ক দেবনাথ হাঁসদার গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয়। বাইকে থাকা তৃণমূল (Trinamool Congress) কর্মীদের উপরেও লাঠি, বাঁশ হাতে হামলা চালানো হয় বলেও অভিযোগ।

জানা যাচ্ছে, আজ শুক্রবার বিকেল থেকে গড় শালবনি এলাকায় অবরোধ শুরু করেন কুড়মি সম্প্রদায়ের মানুষ। সন্ধে সাড়ে সাতটা নাগাদ ওই এলাকা দিয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়। অভিষেকের গাড়ির পরেই ছিল মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিনপুরের বিধায়কের দেবনাথ হাঁসদার গাড়ি। অভিযোগ, বীরবাহা এবং দেবনাথের গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। বীরবাহার গাড়ির কাচ ভেঙে গিয়েছে। পুলিসের গাড়ি লক্ষ্য করেও পাথর বৃষ্টি করা হয়। বাইকে থাকা তৃণমূল কর্মীদের উপরেও লাঠি, বাঁশ হাতে হামলা চালানো হয় বলেও জানা যাচ্ছে।

পুলিস সূত্রে খবর, এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। বীরবাহা হাঁসদার গাড়িচালকের চোখে আঘাত লাগে। ঘটনার তীব্র নিন্দা করেছেন শাসক দলের মন্ত্রী-বিধায়কেরা। বীরবাহা হাঁসদার দাবি এই ঘটনার দায় নিতে হবে কুড়মিদেরই। হামলার বেশ কিছুক্ষণ পর মন্ত্রী বীরবাহা হাঁসদা এবং বিধায়ক দেবনাথ হাঁসদা-সহ অন্যান্য তৃণমূল কর্মীদের গজা শিমুলে অধিবেশনের উদ্দেশে রওনা দেন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে প্রশাসন।

বিস্তারিত আসছে…

Sudipto

সম্পর্কিত খবর