চড়-ঘুষি পাপিয়া অধিকারীকে! TMC-র বিরুদ্ধে অভিযোগ করে কমিশনে যাচ্ছে BJP

বাংলাহান্ট ডেস্কঃ তৃতীয় দফার ভোটের দিনও উত্তপ্ত রাজ্য রাজনীতি। বিজেপি (bjp) প্রার্থী পাপিয়া অধিকারীকে (Papia Adhikari) হামলার অভিযোগ উঠল তৃণমূলের (tmc) বিরুদ্ধে। জানা গিয়েছে, ঘটনার প্রতিবাদে নির্বাচন কমিশনের দারস্থ হচ্ছে বিজেপি শিবির।

বাংলায় প্রথম এবং দ্বিতীয় দফার পর তৃতীয় দফাতেও সকাল থেকেই নানারকম অশান্তির খবর পাওয়া গিয়েছে। বাংলার নানা প্রান্ত থেকে তৃণমূল-বিজেপি আবার কোথাও তৃণমূল-ISF সংঘর্ষের খবর প্রকাশ্যে এসেছে। সেসবের মধ্যেই উলুবেড়িয়া দক্ষিণের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারীর উপর হামলার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। হাসপাতালে এক আহত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে এই ঘটনা ঘটে।

ccbhb

ঘটনার সূত্রপাত হয় উলুবেড়িয়া হাসপাতালে। উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা এলাকায় এক বিজেপি কর্মী আহত হওয়ার খবর পেয়ে ওই এলাকার বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী তাঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। তাঁর সঙ্গে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থকও সেখানে গিয়েছিলেন।

অভিযোগ উঠেছে, পাপিয়া অধিকারী হাসপাতালে ঢোকার সময় তাঁকে বেশ কয়েকজন ধাক্কা দেন। তাঁর সঙ্গে থাকা বিজেপি কর্মীরা বাঁধা দিতে গেলে দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি বেঁধে যায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে, ঘটনাস্থল থেকে পাপিয়া অধিকারীকে বের করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ঘটনার খবর পেয়েই তাঁকে ফোন করেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। পাপিয়া অধিকারী অভিযোগ করেছেন, এই হামলার ঘটনায় পুরোপুরি তৃণমূলের যোগ রয়েছে। হার নিশ্চিত জেনেই তৃণমূল এই কাজ করেছে বলে দাবি করেছেন তিনি। যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে নস্মাত করে দিয়েছে তৃণমূল।

Smita Hari

সম্পর্কিত খবর