ভোট আগেই শুরু দাদাগিরি! মাঝ রাস্তায় একা পেয়ে BJP কর্মীর ওপর হামলা তৃণমূল দুষ্কৃতীদের

বাংলা হান্ট ডেস্কঃ দরজায় কড়া নাড়ছে লোকসভা ভোট (Loksabha Vote)। হাতে মাত্র তিনদিন। তারপরই শুরু প্রথম দফার নির্বাচন। ভোটের আগে বা পড়ে শাসকদলের রোষানলে পড়তে হয় বিরোধীদের, এই ঘটনা নতুন কিছু নয়। কয়েক মাস আগে পঞ্চায়েত ভোটে এই কীর্তির বহু নজির রয়েছে। আর এবার লোকসভা ভোটের আগেও বাংলায় ঘুরিফিরে সেই একই চিত্র। রাতের অন্ধকারে একা পেয়ে বিজেপি কর্মীকে (BJP Worker) আক্রমণ তৃণমূল (Trinamool Congress) আশ্রিত দুষ্কৃতীদের।

জানা গিয়েছে, নববর্ষের দিন রাতে কাজ সেরে দক্ষিণ ২৪ পরগনায় বাঁশড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন বিজেপি কর্মী রাহুল মৃধা। ঘড়ির কাটায় তখন রাত প্রায় ১১টা। হঠাৎই তার উপর হামলা চালায় তৃণমূলের দুস্কৃতিবাহিনী। বিজেপি কর্মীর অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা পলাশ মজুমদার এর নেতৃত্বে কয়েকজন দুস্কৃতি তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা চালায়।

হামলাকারীদের সকলের হাতেই ছিল লোহার রড, বন্দুক। বিজেপি কর্মী রাহুল মৃধার অভিযোগ, লোহার রড তার ওপর হামলা চালানো হয়। বন্দুকের বাঁট দিয়ে আঘাত করে ফাটিয়ে দেওয়া হয় নাক। দুষ্কৃতীদের হামলায় রক্তগঙ্গা বয়ে গেলেও রেহাই পাননি রাহুল। এলোপাতাড়িভাবে তাকে মারতে থাকে তৃণমূলের দুষ্কৃতীরা। একসময় প্রায় অজ্ঞান অবস্থায় রাহুল রাস্তায় পরে গেলে তাকে ফেলে চম্পট দেয় ওই গুন্ডারা।

bjp tmc

আরও পড়ুন: মোবাইল সুইচ অফ! হঠাৎ অসুস্থ কৃষ্ণনগরের BJP প্রার্থী, কী হয়েছে ‘রাজমাতা’র? এবার সব ‘ফাঁস’

ইতিমধ্যেই এই ঘটনার প্রমাণ সহ জীবনতলা থানায় অভিযোগ দায়ের করেছেন ওই আক্রান্ত বিজেপি কর্মী। তৃণমূল নেতা পলাশ মজুমদার, উজ্জ্বল গয়ালী সহ আরও কয়েকজনের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়েছেন রাহুল মৃধা। দুস্কৃতিবাহিনী দের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে তাদের বিরুদ্ধে কঠিন শাস্তির দাবি জানিয়ে দায়ের হয়েছে অভিযোগ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়নি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর