লন্ডনে ভারতীয় হাইকমিশনে খালিস্তানি হামলা! তেরঙ্গার অপমান রুখলেন এক ভারতীয় কর্মী, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্ক : খালিস্তান আন্দোলনের (Khalistani Movement) আঁচে উত্তপ্ত হল ব্রিটেনও। অমৃতপাল সিংয়ের সমর্থনে রবিবার লন্ডনে (London) ভারতীয় হাইকমিশনে (Indian High Commission in Britain) ‘হামলা’ চালায় খালিস্তানপন্থী (Khalistan) বেশ কয়েকজন। ভারতীয় হাইকমিশনের সামনে থেকে ভারতীয় পতাকা টেনে নামানোর চেষ্টা করে খালিস্থানপন্থী বিক্ষোভকারীরা। এর জবাব দিলেন ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারাও। একটি বিশাল তেরঙ্গা টাঙিয়ে দিল হাইকমিশনের সামনে।

ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখা যাচ্ছে এক খালিস্তানি ভারতীয় হাইকমিশনের বারান্দায় উঠে ভারতীয় পতাকা নামানোর চেষ্টা করছে। সেই সময়ই ভারতীয় হাইকমিশনের এক কর্মী এসে সেই তেরঙ্গা তার হাত থেকে ছিনিয়ে নেন। পরে সেই বিক্ষোভকারীর হাতে থাকা খালিস্তানি পতাকা ছুঁড়ে ফেলে দেন তিনি। এদিকে ঘটনার পর বিরাট বড় এক তেরঙ্গা টাঙানো হয় হাইকমিশনের সামনে।

ভাইরাল ভিডিওর প্রেক্ষিতে রবিবার গভীর রাতে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনার ক্রিস্টিনাকে তলব করে ভারতের বিদেশ মন্ত্রক। ভারতে নিযুক্তি ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স এলিস এই মুহূর্তে দিল্লিতে নেই। তাই ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয় বিদেশমন্ত্রকের পক্ষ থেকে। সূত্রে খবর, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ব্রিটিশ ডেপুটি হাইকমিশনারের কাছে এই প্রসঙ্গে জবাব চাওয়া হয়েছে।

বিদেশমন্ত্রক জানতে চাইছে কীভাবে ভারতীয় হাইকমিশনে খালিস্তানপন্থী বিক্ষোভকারীরা প্রবেশ করল? ভারত সরকারের পক্ষ থেকে আরও প্রশ্ন করা হয়েছে, লন্ডনের পুলিস প্রশাসন এবং নিরাপত্তারক্ষীরা সেই সময় কোথায় ছিল? ভারত বিরোধী এবং বিচ্ছিনতাবাদীদের প্রতিরোধ করতে ব্রিটিশ সরকার কী পদক্ষেপ করছে? এই পরিস্থিতিতে ভিয়েনা কনভেনশনের আওতায় মৌলিক বাধ্যবাধকতা’র বিষয়ে ব্রিটিশ সরকারকে মনে করিয়ে দেওয়া হয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে। ঘটনার পর এক বিবৃতি প্রকাশ করে ভারতীয় বিদেশমন্ত্রক জানায় ‘ব্রিটেনে ভারতীয় কূটনৈতিক প্রাঙ্গণ এবং কর্মীদের নিরাপত্তার বিষয়ে ব্রিটিশ সরকারের উদাসীনতাকে অগ্রহণযোগ্য মনে করছে ভারত সরকার।’

বিবৃতিতে ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ‘আমরা আশা করি, আজকের ঘটনার সাথে জড়িতদের প্রত্যেককে চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করবে ব্রিটিশ সরকার। দোষীদের বিচারের জন্য অবিলম্বে পদক্ষেপ করা হবে। এবং এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্যও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশা করছি আমরা।’

Avatar
Sudipto

সম্পর্কিত খবর