ইমরান খানের প্রাক্তন স্ত্রী’র উপর হামলা, ‘এটাই কী নয়া পাকিস্তান’ প্রশ্ন রেহাম খানের

বাংলাহান্ট ডেস্কঃ ২০১৪ সালে বিয়ে, আর ২০১৫ এই হয়ে যায় বিচ্ছেদ। তারপর ২০১৯ সালে পুলওয়ামায় (Pulwama) জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হিসেবে পাকিস্তানের (pakistan) নাম উঠে আসতেই, তীব্র ঘৃণা জন্মাল প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। আর এবার নিজে দুস্কৃতী হামলার শিকার হয়ে প্রাক্তন স্বামী ইমরান খানকেই (imran khan) দায়ী করেলন রেহাম খান (reham khan)।

শুধু তাই নয়, দেশের অভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন তুলে পাক সরকারকে ‘কাপুরুষ’ বলেও আক্রমণ করেন প্রাক্তন সঞ্চালিকা রেহাম খান।

ঘটনাটি ঘটে রবিবার রাতে। রেহাম খানের অভিযোগ এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় তাঁকে আক্রমণ করে একদল দুষ্কৃতী। মোটরবাইক থেকে দুই দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি বৃষ্টি করতে শুরু করে। তাঁকে গানপয়েন্টে রেখেই তাঁর গাড়িতে হামলা চালানোরও অভিযোগ করেছেন তিনি।

যদিও এই ঘটনায় তিনি আহত হননি বলেই জানা গিয়েছে। তবে এই ঘটনার পর সমস্ত ক্ষোভটাই গিয়ে পড়েছে পাক সরকার ইমরান খানের উপর। সেইসঙ্গে দেশের অভ্যন্তরীণ সুরক্ষার প্রশ্ন তুলে পাক সরকারকে ‘কাপুরুষ’ বলেও আক্রমণ করেন ব্রিটিশ বংশোদ্ভুত তথা প্রাক্তন সাংবাদিক ও টেলিভিশন সঞ্চালিকা রেহাম খান।

এই ঘটনার পর ট্যুইটারে রেহাম খান লেখেন, ‘গাড়িতে তখন আমার গাড়ির চালক এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষী ছিলেন। ঘটনার আঁচ করতে পেরেই তাঁরা আমায় অন্য একটি গাড়িতে নিয়ে যায়। সেই কারণেই কোনক্রমে প্রাণে বেঁচে গিয়েছি। এটাই কি তাহলে ইমরান খানের নতুন পাকিস্তান? কাপুরুষ, ঠগ, লোভীদের এই দেশ!’

Smita Hari

সম্পর্কিত খবর