ফের জঙ্গিদের নিশানায় কাশ্মীরি পণ্ডিত, অফিসে ঢুকে রাহুলকে খুন করল জেহাদিরা

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরে ফের একবার কাশ্মীরি পণ্ডিতদের ওপর হামলার ঘটনা সামনে এসেছে। এলাকার বুকে সংখ্যালঘু সম্প্রদায়ের বাসিন্দাদের মনে ভয় এবং সন্ত্রাসের বাতাবরণ বজায় রাখার জন্যই এই হামলা করা হয়েছে বলে জানা গিয়েছে। হামলা চলাকালীন রাহুল ভট্ট নামের এক কাশ্মীরি পণ্ডিত গুলিবিদ্ধ হন এবং স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই যুবক।

ঘটনার কেন্দ্রস্থল কাশ্মীরের বুদগামের চাদুরা এলাকা। প্রাথমিক অনুমান, কাশ্মীরি পণ্ডিতদের ওপর এই হামলায় দুই সন্ত্রাসবাসী জড়িত রয়েছে, হামলা চলাকালীন রাহুল নামের ওই যুবকটি অফিসে কাজ করছিলেন এবং আচমকাই গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়ে পড়েন তিনি। পরবর্তীকালে হাসপাতলে মৃত্যু হয় তাঁর।

প্রসঙ্গত, যুবকটি তহসিলদার অফিসে ক্লার্কের কাজ করতেন। পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীরা অফিসের ভেতরে ঢুকে হামলা চালায়। এই সময় তাদের হামলার কারণে গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হয়ে পড়ে রাহুল। এর পর শ্রীনগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর বাঁচানো সম্ভব হয়নি তাঁকে। এই ঘটনায় অভিযুক্ত জঙ্গিরা পিস্তল ব্যবহার করেছে।

কাশ্মীরি পণ্ডিতদের ওপর পরপর এই হামলার বিষয়ে নিন্দা করেছেন সমাজ কর্মী সুশীল পণ্ডিত। তিনি বলেন, “ভারতে যতদিন না জিহাদ বন্ধ হচ্ছে, ততদিন এরকম দুষ্কৃতী হামলা বন্ধ করা সম্ভব হবে না।” সাম্প্রতিক সময়ে কাশ্মীরে পণ্ডিতদের ওপর একাধিক হামলার খবর সামনে এসেছে।

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এই বছরের মধ্যে 28 জন স্থানীয় কাশ্মীরি যুবক সন্ত্রাসী গোষ্ঠীতে যোগদান করেছে, যা বর্তমানে জম্মু-কাশ্মীর প্রশাসনের জন্য অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি, দ্য কাশ্মীরি ফাইলস সিনেমা রিলিজ করার পর থেকেই খবরের শিরোনামে রয়েছে কাশ্মীরি পণ্ডিতরা। যেভাবে তাদের ওপর অতীতে নির্যাতন চালানো হয়েছিল, সেই চিত্রটি তুলে ধরা হয় সিনেমার মাধ্যমে। যদিও সেই সিনেমাটি নিয়ে কম বিতর্ক হয়নি! কোনো কোনো স্থানে সিনেমাটি বন্ধ করার জন্য ছবির পরিচালকের ওপর হামলার ঘটনাও ঘটে আর এবার কাশ্মীরি পণ্ডিতদের ওপর এই হামলার ঘটনায় গোটা দেশে নিন্দার ঝড় বয়ে গিয়েছে।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর