টিকিয়াপাড়ার পর মালদহে পুলিশের উপর হামলা, জখম ৪ পুলিশকর্মী

বাংলাহান্ট ডেস্কঃ টিকিয়াপাড়ার ঘটনার পর ফের মালদহে (Malda) হামলা চলল পুলিশের উপর। মঙ্গলবার গভীর রাতে পুলিশের উপর হামলা চালায় উত্তেজিত জনতা। ভেঙ্গে দেওয়া হয় পুলিশের গাড়ি এবং ইট বৃষ্টি করা হয় পুলিশের উপর। আহত হন চার পুলিশকর্মী। ঘটনার বিপরীতে তল্লাশি শুরু করে পুলিশ।

police 12

 

ঘটনার সূত্রপাত হয়, রাস্তা নির্মানকে কেন্দ্র করে পঞ্চায়েত প্রধানের ভাসুর এহসান আলির সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ শুরু হয়। যার জেরে অভিযোগ জানান হয় চাঁচল থানায়। অভিযোগ খতিয়ে দেখতে মঙ্গলবার রাত দেড়টা নাগাদ গ্রামে যায় পুলিশ। এবং তখনই উত্তেজিত জনতা পুলিশের উপর হামলা চালায়। পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছুঁড়ে মারে গ্রামবাসীরা। গ্রামবাসীরা বোমা ছুঁড়ে মারে বলেও অভিযোগ উঠেছে।

পুলিশ মধ্যরাতে ঘটনার তদন্ত করতে গেলে পুলিশের উপর হামলা চালায় গ্রামবাসীরা। হামলার পাল্টা আঘাতে পুলিশও শুরু করে লাঠি চার্জ। এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে, প্রয়োগ করে কাদুনে গ্যাস। মালদহের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে হামলাকারীদের খুঁজতে তদন্ত শুরু করে পুলিশ।

ঘটনার পরবর্তীতে পুলিশ ওই অঞ্চলে তল্লাশি চালিয়ে অলিঅণ্ডা পঞ্চায়েতের তৃণমূল পঞ্চায়েত প্রধানের স্বামী আনসার আলি সহ আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযান চালিয়ে একটি এয়ারগান উদ্ধার করে পুলিশ। এই ঘটনার ফলে সমগ্র এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।


Smita Hari

সম্পর্কিত খবর