বাংলা হান্ট ডেস্ক : রাম নবমীর (Ram Navami) মিছিল ঘিরে অশান্ত পরিবেশ তৈরি হবে একথা আগেই আন্দাজ করেছিল রাজ্য BJP। সেই আশঙ্কাই সত্যি হল। মুর্শিদাবাদের শক্তিপুরে রাম নবমীর মিছিল লক্ষ্য করে চালানো হলে হামলা। ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে খবর। ওদিকে মাণিক্যপুর এলাকাতেও দোকানপাট লুঠ করা থেকে শুরু করে, মারধর অবধি চলে। তারপর থেকেই অশান্ত হয়ে রয়েছে মুর্শিদাবাদের শক্তিপুর এবং মাণিক্যপুর।
স্থানীয়দের দাবি, এইদিন শক্তিপুরে একাধিক বাড়ির ছাদ থেকে মিছিল লক্ষ্য করে ঢিল ছোঁড়ে দুষ্কৃতীরা। বোমাও ছোঁড়া হয় বলে অভিযোগ। ওদিকে মাণিক্যপু্র এলাকায় মিছিল বের হতেই রাস্তার দোকানপাট লুট করে দুষ্কৃতীরা। একই সাথে চলে ভাঙচুর। এই বিষয়ে আপাতত মুখে কুলুপ এঁটে রয়েছে প্রশাসন। তবে ঘটনার পরই তোপ দাগলেন অমিত মালব্য (Amit Malviya)।
এইদিন টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিন্দায় সরব হয়ে লিখেছেন, ‘বাংলা ভেঙে পড়ছে এবং এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নিন্দনীয় এবং সাম্প্রদায়িক বক্তৃতাগুলির কারণে সারা বাংলায় রামভক্তদের আক্রমণ করা হয়েছে। মুর্শিদাবাদে ব্যাপক দাঙ্গার পর এখন মেদিনীপুরের এগ্রায় শ্রীরামের ভক্তদের টার্গেট করা হয়েছে।’ একই সাথে তিনি আরও লেখেন, ‘রামনবমী শোভা যাত্রায় নৃশংস হামলার প্রতিবাদে এখনই এগরা থানায় ঘেরাও করবে বিজেপি কর্মীরা।’
আরও পড়ুন: রিঙ্কুর চোট গুরুতর? ভোগান্তি বাড়ল কলকাতা শিবিরে! নিজেই জানালেন নাইট তারকা
Bengal is falling apart and Mamata Banerjee is responsible for it. Her vituperative and communal speeches are the reason Ram Bhakts have been attacked across Bengal. After widespread rioting in Murshidabad, now devotees of Shri Ram targeted in Egra, Medinipur.
BJP Karyakartas… pic.twitter.com/8dG0pMzMIR
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) April 17, 2024
এখানেই থেমে থাকেননি অমিত মালব্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ শানিয়ে তিনি লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের কলঙ্ক। তিনি আবারও রামনবমী শোভা যাত্রা রক্ষা করতে ব্যর্থ হয়েছেন। মুর্শিদাবাদের রেজিনগরে হিন্দু ভক্তদের নিশানা। এই এলাকায় হিন্দুরা সংখ্যালঘু। এটা এই জন্যই বলা, যাতে তিনি নিজেদের উপর হামলার জন্য হিন্দুদের দায়ী না করে।
আরও পড়ুন : ‘ঘরে ঢুকে মারব’, সন্ত্রাসীদের কড়া হুঁশিয়ারি মোদীর! নাক গলাবে না বাইডেন, খুলা ছুট আমেরিকার
Mamata Banerjee is a blot on West Bengal. She, once again, failed to protect Ramanavami Shobha Yatras. Hindu devotees targeted in Rejinagar, Murshidabad. Hindus are a minority in this area. Just pointing it out, so that she doesn’t blame the Hindus for the attack on themselves… pic.twitter.com/pzvJt0aZ4x
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) April 17, 2024
সূত্রের খবর, গতকালকের হামলার পর ১৪৪ ধারা জারি করা হয়েছে এলাকায়। গুরুতর জখম হয়েছেন ২০ জন। আহতদের মধ্যে রয়েছেন দু’জন শিশুও। তবে এই প্রথম নয়, দিন কয়েক আগেই কামনগরে শিবের গাজন চলাকালীন হামলা চালানোর অভিযোগ উঠেছিল। সেই রেশ কাটতে না কাটতেই হল ফের হামলা।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার