সাতসকালে বিমানবন্দরে হামলার মুখে দক্ষিণী অভিনেতা, অবিশ্বাস‍্য ভিডিও ভাইরাল নেটমাধ‍্যমে

Published On:

বাংলাহান্ট ডেস্ক: অবিশ্বাস‍্য ঘটনার সম্মুখীন হলেন দক্ষিণী সুপারস্টার বিজয় সেতুপতি (vijay sethupathi)। বিমানবন্দরে অতর্কিতে হামলা করা হল তাঁর উপরে। দেহরক্ষীদের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে এই হামলায় বাকরুদ্ধ অভিনেতা। তাঁর দেহরক্ষীদের তৎপরতাতেই বড় বিপদ থেকে রক্ষা পান বিজয়। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছেন এক অজ্ঞাতপরিচয় ব‍্যক্তি।

বেঙ্গালুরুর বিমানবন্দরে বিজয় ও তাঁর টিমের উপরে হামলার ঘটনার ভিডিও এই মুহূর্তে ভাইরাল সোশ‍্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, দেহরক্ষীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে বিমান বন্দরের মধ‍্যে দিয়ে হেঁটে যাচ্ছিলেন বিজয় সেতুপতি। আচমকা এক ব‍্যক্তি পেছন থেকে ঝাঁপিয়ে পড়ে অভিনেতার উপরে। মুহূর্তের মধ‍্যে ঘটে যাওয়া ঘটনায় প্রথমটা হতচকিত হয়ে গেলেও সঙ্গে সঙ্গে দেহরক্ষীরা ওই ব‍্যক্তিকে টেনে সরিয়ে দেন।


বিজয়ের ঘনিষ্ঠ সূত্রের খবর, বুধবার সকালের দিকে ঘটে এই ঘটনা। একটি তামিল রান্নার রিয়েলিটি শোয়ের জন‍্য বেঙ্গালুরু বিমানবন্দরে এসেছিলেন অভিনেতা। তবে ঘটনাটা তেমন গুরুতর নয় বলেই জানানো হয়েছে সূত্রের তরফে। জানা যাচ্ছে, ওই ব‍্যক্তি অপ্রকৃতিস্থ অবস্থায় ছিলেন। প্রথমে দু পক্ষের মধ‍্যে কিছুক্ষণ উত্তপ্ত বাদানুবাদ চলেছিল। তারপর অভিনেতা ও তাঁর টিম সেখান থেকে চলে যান।

কিন্তু ওই ব‍্যক্তি তাদের পিছু ছাড়েননি। এরপরেই আচমকা ওই হামলার ঘটনা। ব‍্যক্তির উদ্দেশ‍্য ছিল বিজয়কে লাথি মারার। কিন্তু আঘাত অভিনেতার গায়ে না লেগে তাঁর এক দেহরক্ষীর গায়ে লাগে। এক পুলিস অফিসার ওই ব‍্যক্তিকে বাধা দেন। সেই ফাঁকে অভিনেতাকে বের করে নিয়ে যাওয়া হয়। তবে বিজয় সাংবাদিকদের কাছে এ বিষয়ে কোনো মন্তব‍্য করেননি। পুলিসের কাছে অভিযোগও জানানো হয়নি অজ্ঞাতপরিচয় হামলাকারীর বিরুদ্ধে।

X