বগটুইয়ের ছায়া নন্দীগ্রামে! দুই মহিলাকে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা! ক্ষোভে ফুঁসছে BJP

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জমি সংক্রান্ত বিবাদের জেরে আরও একবার রামপুরহাটের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা হয়েছিল নন্দীগ্রামের মাটিতে। কিন্তু স্থানীয় পুলিশের তৎপরতার জেরে তা সম্ভব হয়নি বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। দুই মহিলাকে বাড়িতে আটকে রেখে আগুন ধরিয়ে জ্বালিয়ে মারার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ জানিয়েছেন গ্রামবাসীরা। নন্দীগ্রামের কেম্পামারির এই ঘটনায় গ্রাম কমিটির পাঁচ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নন্দীগ্রাম সংলগ্ন অঞ্চলের আইনশৃঙ্খলা পুরোপুরি শেষ হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির কাঁথি জেলার সাংগঠনিক সভাপতি প্রলয় পাল। পুরুষদের অনুপস্থিত থাকার সুযোগ নিয়ে কেম্পামারিতে এমন বীভৎস ঘটনা ঘটানো হয়েছিল। যদিও সেই পরিকল্পনা সফল হয়নি। যদি সফল হতে পারতো দুষ্কৃতীরা তাহলে নন্দীগ্রামের বুকে আরও একটা বগটুই দেখতে পেতো রাজ্যবাসী।

যাদের পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছিল তারা সম্পর্কে দুই বোন। বড় দিদি জানিয়েছেন যে মঙ্গলবার তাদের বাড়ি ঘিরে ফেলে আগুন লাগানোর হুমকি দেওয়া হতে থাকে। কেরোসিন জারের ব্যবস্থাও হয়ে গিয়েছিল। কিন্তু পুলিশ সময়ে চলে আসায় রক্ষা পায় তারা।

যে দুইজনকে বাড়িতে আটকে রেখে এই ঘটনা ঘটানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং যারা অভিযোগ তুলেছেন, সেই গ্রামবাসীরা আরও অভিযোগ করেছেন যে সোমবার থেকেই একদল লোক গ্রামে অশান্তি তৈরি করিয়ে শুরু করে। পুলিশকে খবর দিলে প্রথমে কয়েক জনকে আটক করে নিয়ে যায়। কিন্তু পরে তাদের থানা থেকে ছাড়িয়ে এনে ফের অশান্তি করানো হয় বলে অভিযোগ। যদিও কারা থানা থেকে ছাড়িয়েছিল দুষ্কৃতীদের সেই বিষয়ে কোনও অভিযোগ আসেনি।

X