বাংলাহান্ট ডেস্ক: এক বছরের অপেক্ষা শেষ। ১১ জুন, রবিবার থেকেই শুরু হয়ে গেল সারেগামাপা ২০২২ (SaReGaMaPa 2022)। প্রথম পর্বের অডিশন দিয়ে শুরু হল এবারের সিজন। অডিশন রাউন্ড থেকে যে সমস্ত প্রতিযোগী নির্বাচিত হবেন, তারাই চলে যাবেন মূল পর্বে। শুরু হবে সেরার সেরা হওয়ার লড়াই।
গত বারের আর এ বছরের শোয়ের ফরম্যাট কিছুটা বদলেছে। এবারেও প্রতিযোগীদের জন্য রয়েছেন গুরু রা, যারা সঠিক তালিম দিয়ে বিজয়ীর শিরোপা জেতার দিকে এগিয়ে দেবেন যোগ্য প্রতিযোগীদের। তবে আগের বার যেখানে তিনজন গুরু ছিলেন, সেখানে এ বারে রয়েছেন পাঁচজন।
গত বারের মতো রাঘব চট্টোপাধ্যায় (Raghab Chatterjee), ইমন চক্রবর্তী (Iman Chakraborty) এবং মনোময় ভট্টাচার্য (Monomoy Bhattacharya) তো রয়েছেনই। এছাড়াও এবারে এসেছেন জোজো মুখোপাধ্যায় (Jojo Mukherjee) এবং রথীজিৎ ভট্টাচার্য (Rathijit Bhattacharya)। বিচারকের আসনে ফিরে এসেছেন শান্তনু মৈত্র (Santanu Moitra)। রয়েছেন শ্রীকান্ত আচার্য (Srikanto Acharyya) এবং রিচা শর্মা (Richa Sharma)। এই প্রথম সারেগামাপার বিচারকের আসনে বসলেন বলিউড গায়িকা রিচা।
তবে এই সিজনের সবথেকে বড় চমক গুরুজির আসন। এই আসন অলঙ্কৃত করবেন পণ্ডিত অজয় চক্রবর্তী। প্রতিযোগীদের গান শুনে মূল্যবান মতামত দেবেন তিনি। প্রথম এপিসোডে প্রয়াত সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকর, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সন্তুর সম্রাট শিবকুমার শর্মাকে গানে গানে শ্রদ্ধাঞ্জলি দেন পণ্ডিত অজয় চক্রবর্তী।
প্রথম এপিসোডে অডিশন পর্বে তিনজন প্রতিযোগী এসেছিলেন বিভিন্ন বয়সের এবং সঙ্গীত ঘরানার। তাঁরা প্রত্যেকেই বিচারকদের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তবে দর্শকদের একাংশ একটি বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। বিচারক মণ্ডলীতে আবারো রাঘব এবং ইমনকে দেখে ক্ষুব্ধ অনেকেই। অনেকেরই দাবি, এই শো নাকি পক্ষপাতদুষ্ট। সবকিছুই নাকি আগে থেকে ঠিক করা থাকে। এমনকি এমন মন্তব্যও এসেছে, রাঘব আর ইমন মানেই আবার লবিবাজি হবে।
আসলে গত সিজনে ইমনের টিম থেকে অর্কদীপ মিশ্র, যিনি কিনা আবার ইমনের গুরুভাইও ছিলেন, তিনি বিজেতা হওয়ায় চরম ট্রোলের মুখে পড়তে হয়েছিল গায়িকাকে। তিনি নাকি টাকা খাইয়ে বিজেতা বানিয়েছেন অর্কদীপকে, এমন অভিযোগও উঠেছিল গায়িকার বিরুদ্ধে। পালটা জবাব দিয়েছিলেন ইমনও। সেই ঘটনার পুনরাবৃত্তি এবারে যাতে না হয় সেই আর্জিই জানিয়েছেন দর্শকরা।