পর্ণার সঙ্গে “অবিচার”, পারফরম্যান্সের লিস্ট দেখেই শুরু বিতর্ক! কখন টেলিকাস্ট হবে ‘সোনার সংসার’?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : জি বাংলা ‘সোনার সংসার ২০২৫’ (Serial) এর প্রোমো আসা ইস্তক দর্শক মহলে শুরু হয়ে গিয়েছে শোরগোল। প্রতি বারেই এই চ্যানেলের অ্যাওয়ার্ড শো নিয়ে উন্মাদনা থাকে তুঙ্গে। প্রতিটি চ্যানেলের কলাকুশলীদের পাশাপাশি নন ফিকশন শোগুলির হাতেও ওঠে পুরস্কার। মজার সঞ্চালনা, দুর্দান্ত পারফরম্যান্সে জমে যায় সন্ধ্যা।

জি বাংলা সোনার সংসার (Serial) লিস্ট এল সামনে

বিভিন্ন সিরিয়ালের নায়ক নায়িকাদের পারফরম্যান্স দেখান জন্য আলাদা করে থাকে আগ্রহ। কারা নেচে মঞ্চ মাতাবেন, কোন অনস্ক্রিন জুটির (Serial) রোম্যান্স আলাদা ভাবে ধরা পড়বে, এ নিয়ে চলতে থাকে চর্চা। ইতিমধ্যেই প্রোমো অন এয়ার হয়ে গিয়েছে। খুব শীঘ্রই টেলিকাস্টও হবে সোনার সংসার অ্যাওয়ার্ড শো। তার আগে ফাঁস হল পারফরম্যান্সের লিস্ট। আর তা দেখেই মুখ ভার দর্শকদের একাংশের।

Audience are angry over zee bangla serial sonar sansar

কারা করবেন পারফর্ম: সূত্রের খবর, এবার জুটি হিসেবে পারফর্ম করবে জগদ্ধাত্রী-স্বয়ম্ভূ, রোহিত-ফুলকি, রায়ান-পারুল, শ্যামলী-অনিকেত আর আদিদেব-আনন্দী। এছাড়া নায়িকাদের ডুয়েট পারফরম্যান্সে থাকছে রাই, ময়না, দিতি আর জোনাকি। অন্যদিকে নায়কদের (Serial) ক্ষেত্রে একসঙ্গে নাচতে দেখা যাবে সৃজন, রোহিত আর অনিকেতকে।

আরো পড়ুন : পরপর দুবার লিপ, ফের এগোবে গল্প! জলসার মেগা থেকে বাদ পড়লেন দুই নায়ক

কী বলছেন নেটিজেনরা: এও শোনা গিয়েছে, যেহেতু নিম ফুলের মধু (Serial) টেলিকাস্টের আগেই শেষ হয়ে যাবে, তাই পর্ণার কোনো পারফরম্যান্স থাকছে না। আর এতেই ক্ষুব্ধ নিম ফুল ভক্তরা। তাদের অনেকের মতে, পর্ণার সঙ্গে ‘অবিচার’ করা হচ্ছে। শুধু তাই নয়, গত বারের মতো এবারেও নেই আদৃত রায়ের কোনো পারফরম্যান্স। ‘মিঠাই’ ধারাবাহিকের (Serial) সময় জুটি পারফরম্যান্সে পাওয়া যায়নি তাঁকে। এবারেও তাঁর নাম না থাকায় বিমর্ষ অনেকেই।

আরো পড়ুন : ঐন্দ্রিলার পরিবারে ফিরল “অভিশাপ”! বোনের জন্মবার্ষিকীতেই দুঃসংবাদ দিলেন দিদি ঐশ্বর্য

প্রসঙ্গত, জানা গিয়েছে আগামী ১৫ ই ফেব্রুয়ারি ইকো পার্কে হবে সোনার সংসার ইভেন্ট। আর সম্প্রচার হবে আগামী ২৩ শে মার্চ। তবে এ বিষয়ে এখনো কোনো ঘোষণা করা হয়নি জি বাংলা চ্যানেলের তরফে।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X