জমে উঠেছে দিল্লি টেস্ট, অক্ষরের দুরন্ত অর্ধশতরান! বড় রানের লিড পেলো না অজিরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক:  আজ লিয়নদের (Nathan Lyon) স্পিনের সামনে যে বেকায়দায় পড়েছিল ভারতীয় দল (Team India), সেটাকে কিছুটা কাটিয়ে দিয়ে গেলেন অশ্বিন এবং বিশেষত অক্ষর প্যাটেল। তাদের ১১৪ রানের পার্টনারশিপে ভর করে অস্ট্রেলিয়াকে মাত্র ১ রানের লিড দিলো ভারতীয় দল। তৃতীয় সেশনটা যখন মনে হচ্ছিলো পুরোপুরি ভারতের দখলে থাকবে তখন ৮১ তম ওভারে নতুন বল হাতে অশ্বিনকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে আবার ম্যাচে ফেরত আনেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)।

অশ্বিন আজ নিজের ৩৭ রানের ইনিংসে মূলত অক্ষর প‍্যাটেলকে সঙ্গ দেওয়ার কাজটাই করেছেন। আসল কাজটা করে গিয়েছেন অক্ষর প্যাটেল। যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন ১৩৯ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছে ভারত। ড্রেসিংরুমে ফিরে গেছেন বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা। সেখান থেকে অস্ট্রেলিয়ার স্পিনারদের পাল্টা আক্রমণ করা শুরু করেন অক্ষর।

axar 84

এটি ছিল এই টেস্ট সিরিজে তার দ্বিতীয় অর্ধশতরান। কিন্তু অশ্বিন আউট হওয়ার পরের ওভারে টড মার্ফিকে স্লগ সুইপ করতে গিয়ে মিড অনে দাঁড়ানো কামিন্সের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ১১৫ বলে ৯টি চার ও ৩টি ছক্কা সহ ৭৪ রান করেন অক্ষর। পরপর দুই টেস্টের প্রথম ইনিংসে অর্ধশতরান করলেন তিনি। এরপর সিরাজ এবং শামি ভারতের ইনিংসকে বেশি দূর টানতে পারেননি। ২৬২ রানে অর্থাৎ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে স্কুলের থেকে মাত্র এক রান পিছিয়ে থেকে শেষ হয় ভারতের ইনিংস।

প্রথম ২ ইনিংসে দুর্দান্ত বোলিং করা লিয়ন শেষ ইনিংসে কোনও উইকেট পাননি। অক্ষর প‍্যাটেলকে আউট করেছিলেন মার্ফি। শামিকে বোল্ড করে ভারতের ইনিংসের সমাপ্তি ঘটান দিল্লি টেস্টে অভিষেক করা কুহেলমান। মার্ফি এবং তিনি দুটি করে উইকেট নিয়েছেন। ম্যাচের ফলাফল কি হবে তা নির্ভর করছে তৃতীয় ইনিংসে অস্ট্রেলিয়া কত বড় রান তুলতে পারবে তার ওপর। চতুর্থ ইনিংসে এই উইকেটে লিয়নদের সামলাতে ভালই বেগ পেতে হতে পারে ভারতকে।

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর