পাকিস্তানের অর্থনীতির পেটে এবার সজোরে লাথি মারলো অস্ট্রেলিয়া, দয়ার দানের দিন শেষ!

 

বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানের অবস্থা এখন আরো তথৈবচ। একদিকে এক ঘরে হয়ে গেছে পাকিস্তান। অন্যদিকে ভারতের ক্রমবর্ধমান চাপ অস্ট্রেলিয় ডানপন্থী সরকার পাকিস্তান সরকারকে আরও একটি অর্থনৈতিক ঝটকা দিয়েছে, যারা এমনিতেই অর্থনৈতিক মন্দার সাথে লড়াই করছে। আসলে, অস্ট্রেলিয়ার স্কট মরিসন সরকার এখন সিদ্ধান্ত নিয়েছে যে তারা পাকিস্তানের জন্য ফান্ডিং পুরোপুরি বন্ধ করে দেবে। এখানে আরো বিপদে পড়ে গেছে পাকিস্তানের অর্থনীতি। এই বছর থেকে অস্ট্রেলিয়া পাকিস্তানকে দেওয়া সমস্ত হ্রাস করে ধীরে ধীরে ফান্ড বন্ধ করে দেবে। এ বছর অস্ট্রেলিয়ার সরকার পাকিস্তানকে দেওয়া সমস্ত ফান্ড হ্রাস করবে বলে জানিয়েছে।

files australia politics morrison 356de326 a758 11e8 8a41 d1a200222336

2020-21 সালে এই আর্থিক সহায়তা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এখন পাকিস্তানের অবস্থা এতটাই সংকটজনক যে কীভাবে তাদের অর্থনীতির এই বেহাল অবস্থা কে ফিরিয়ে আনবে তা নিয়ে জরুরী মিটিং করে হয়তো সমাধান সূত্র বের হবে না। পাকিস্তান যেভাবে ভারতের ক্রম বর্ধমান চাপ সৃষ্টি করবার চেষ্টা করেছিল আতংবাদি দ্বারা তা ভারত পুরোপুরি ভাবে বন্ধ করে দিয়েছে। 370 ধারা এবং 35 এর পর থেকে কাশ্মীরে আধিপত্য তাদের অনেকটাই কমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে পাকিস্তানের বৈদেশিক নীতিতে ক্রমশ পিছিয়ে পড়ছে তা ধরা পড়ছে অর্থনীতিতে।

সম্পর্কিত খবর