বাংলা হান্ট নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়া দল ২৪ বছর পর পাকিস্তান সফরে গিয়েছে। অস্ট্রেলিয়ার এই সফর নিয়ে জল্পনা চলছিল অনেক আগে থেকেই। পাকিস্তানের এই সফরে আয়োজকদের বিরুদ্ধে ৩টি টেস্ট ম্যাচ ছাড়াও ১ টি ওয়ান ডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে ক্যাঙ্গারু দল। প্রথম টেস্ট ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সিরিজের দ্বিতীয় টেস্ট ১২ই মার্চ এবং তৃতীয় টেস্ট ২১শে মার্চ থেকে শুরু হবে। কিন্তু এরই মাঝে অস্ট্রেলিয়া-পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন পেশোয়ারে একটি বিশাল বোমা বিস্ফোরণ হয়েছিল।
নিরাপত্তা ব্যবস্থার গাফিলতির জন্য পাকিস্তান সবসময়ই শিরোনামে থাকে। নিরাপত্তাজনিত ব্যর্থতার এবং ক্রিকেটারদের ওপর সন্ত্রাসবাদী হামলার কারণে দীর্ঘদিন ধরে বিশ্বের শীর্ষ ক্রিকেট খেলিয়ে দলগুলোর সাথে নিজেদের দেশের মাটিতে সিরিজ আয়োজন থেকে বঞ্চিত ছিল পাকিস্তান। শুক্রবার ৪ঠা মার্চ পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক দিন ছিল। ২৪ বছর পর পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ম্যাচ খেলতে নেমেছিল। কিন্তু এই হামলা অবশিষ্ট সিরিজ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন বলে দিয়েছে
পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম ম্যাচটি শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আবার পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হয় এবং রাওয়ালপিন্ডি থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে পেশোয়ারে একটি বিশাল বোমা বিস্ফোরণ ঘটে, যাতে প্রায় ৫০ জন নাগরিক প্রাণ হারায়। এ কারণে অস্ট্রেলিয়া দলের এরপর পাকিস্তানে থাকা নিয়ে প্রশ্ন উঠছে।
BREAKING: 30 people killed in #Peshawar, #Pakistan mosque blast. pic.twitter.com/2OQPG0DIkB
— Russia-Ukraine Latest News (@RussiaUkraineNs) March 4, 2022
পাকিস্তানি মিডিয়ার মতে, পেশোয়ারে জুমার নামাজের সময় একটি মসজিদে একটি বোমা বিস্ফোরণ ঘটে। তাদের রিপোর্ট অনুযায়ী যে বিস্ফোরণে প্রায় ৩০ জন লোক তৎক্ষণাৎ মারা গেছেন, এবং ৫০ জনেরও বেশি লোক আহত হয়েছে। উল্লেখ্য, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসবাদী সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। তথ্য অনুযায়ী, মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে।