তামিলনাড়ুর মন্দির থেকে চুরি হওয়া সুপ্রাচীন হনুমানের মূর্তি ভারতকে ফিরিয়ে দিল অস্ট্রেলিয়া! কি জানালেন মোদী?

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে কেন্দ্রের মোদী সরকার ক্রমাগত বিদেশ থেকে ভারতের প্রাচীন সব মূর্তি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। আর এই লক্ষ্যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগও নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে, এবার চতুর্দশ-পঞ্চদশ শতকের ভগবান হনুমানের (Lord Hanuman) ধাতুর তৈরি একটি প্রাচীন মূর্তি ভারতে ফিরিয়ে নিয়ে আসা হল। পাশাপাশি, ভারত সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

ইতিমধ্যেই কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি.কিশান রেড্ডি টুইট করে এই তথ্য জানিয়েছেন। টুইটে রেড্ডি বলেছেন, “চোল আমলে (চতুর্দশ-পঞ্চদশ শতক) আরিয়ালুর জেলার ভারথরাজ পেরুমলের বিষ্ণু মন্দির থেকে চুরি হওয়া ভগবান হনুমানের ধাতব মূর্তিটি অস্ট্রেলিয়ায় ভারতীয় দূতাবাসে হস্তান্তর করা হয়।”

তামিলনাড়ু থেকে হয় চুরি: পাশাপাশি, চোল যুগের এই মূর্তিটি ভারতে নিয়ে আসার পর তা তামিলনাড়ুতে হস্তান্তর করা হয়। তামিলনাড়ুর আরিয়ালুর জেলার পোত্তাভেল্লি ভেলোরে অবস্থিত শ্রী ভারথরাজ পেরুমলের বিষ্ণু মন্দির থেকে ভগবান হনুমানের মূর্তিটি চুরি হয়ে যায়। এই মূর্তিটি উত্তর চোল যুগের। এটি ১৯৬১ সালে “ফ্রেঞ্চ ইনস্টিটিউট অফ পন্ডিচেরি”-র নথিতে রেকর্ড করা হয়েছিল।

ক্যানবেরায় ভারতের হাইকমিশনারের কাছে হস্তান্তর করা হয়: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে অস্ট্রেলিয়ার ক্যানবেরায় ভারতের হাইকমিশনারের কাছে মূর্তিটি হস্তান্তর করা হয়। এই মূর্তিটি চলটি বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভারতে ফেরত দেওয়া হয়েছিল। পাশাপাশি, গত ১৮ এপ্রিল কেস প্রপার্টি হিসেবে তামিলনাড়ুর আইডল উইংয়ের কাছে হস্তান্তর করা হয়েছিল। এই প্রসঙ্গে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়েছে যে, ভারত সরকার দেশের মধ্যে জাতির প্রাচীন ঐতিহ্য সংরক্ষণের জন্য কাজ করছে। এর আওতায় অতীতে অবৈধভাবে বিদেশে নিয়ে যাওয়া পুরাকীর্তি ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

২৫১ টি মূর্তি দেশে ফিরিয়ে আনা হয়েছে: এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জি.কিশান রেড্ডি জানিয়েছেন, “এখনও পর্যন্ত ২৫১ টি প্রাচীন মূর্তি বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এর মধ্যে ২৩৮ টি ২০১৪ সাল থেকে ফিরিয়ে আনা হয়েছে।”

কি জানিয়েছেন প্রধানমন্ত্রী: পাশাপাশি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংস্কৃতি মন্ত্রী কিষাণ রেড্ডির টুইটটি রিটুইট করে লিখেছেন, “আমাদের অমূল্য ঐতিহ্য যাতে দেশে ফিরে আসে তা নিশ্চিত করার জন্য আমরা ক্রমাগত কাজ করছি।”

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর