ফিরলো পন্থের স্মৃতি! বিশ্বকাপের মাঝেই গাড়ি থেকে ছিটকে মারাত্মক আঘাত পেলেন এই তারকা!

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) ভারতীয় দলই (Indian Cricket Team) একমাত্র দল যারা এখনো পর্যন্ত একভাবে নিজেদের ভালো ছন্দ ধরে রেখেছে। বাকি দলগুলোর মধ্যে কেউ কেউ শুরুটা অসাধারণ করেছিল কিন্তু তারপর টানা ম্যাচ ছেড়ে চলেছে। আবার কেউ কেউ শুরুর দিকে পরপর হারের কারণে চূড়ান্ত বেকায়দায় পড়েছিল। কিন্তু এখন তারা নিজেদের পুরোনো ছন্দ ফিরে পেয়েছে। এই শেষ উদাহরণের মধ্যে একটি দল হল অস্ট্রেলিয়া (Australia Cricket Team)। গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), ডেভিড ওয়ার্নারদের অসাধারণ পারফরম্যান্সে ভর করে অজিরা অসাধারণভাবে বিশ্বকাপ জেতার দৌড়ে ফিরে এসেছে।

কিন্তু এর মাঝে তাদের দলে একটি বিপত্তি দেখা গেল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অসাধারণ জয় পাওয়ার পর কিছুটা হালকা মেজাজের সময় কাটাচ্ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এরই মধ্যে একদিন আচমকা মারাত্মক আঘাত পেয়েছেন তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। বাকি টুর্নামেন্টে তার মাঠে নামা নিয়ে সন্দেহ দেখা যাচ্ছে।

গলফ খেলতে গিয়ে তারকা অজি অলরাউন্ডার গলফ কার্ট থেকে ছিটকে পড়ে যান এবং মাথায় আঘাতে পেয়েছিলেন। আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে দলের পরবর্তী ম্যাচটিতে তার মাঠে নামা হবে না। নিয়ম অনুযায়ী তাকে এখন ৮ দিন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে অর্থাৎ খেলা থেকে দূরে থাকতে হবে। শেষ কয়েক ম্যাচে ম্যাক্সওয়েল দুর্দান্ত ফর্মে ছিলেন এবং দলের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ভারসাম্য সরবরাহ করেছিলেন। তার অনুপস্থিতিতে দল বিপাকের মুখোমুখি হবে। কারণ একজন ফিনিশারের পাশাপাশি ম্যাক্সওয়েল দলের দ্বিতীয় স্পিনারের কাজটা করছিলেন এবং তাকে দিয়ে পুরো ১০ ওভার বল করানো সম্ভব ছিল অধিনায়ক প্যাট কামিন্সের পক্ষে।

cummins maxwell

আরও পড়ুন: শ্রীলঙ্কা ম্যাচের আগে ভারতীয় দলে ভাঙ্গন? মুম্বাই পৌঁছে একে অপরের থেকে দূরে থাকছেন রোহিত, কোহলিরা

ইংল্যান্ডের কাছে এই বিষয়টি বাড়তি সুবিধা। বিশ্বকাপে এখনো খাতায়-কলমে তাদের সুযোগ বেছে রয়েছে সেমিফাইনালে যোগ্যতা অর্জন করার। এখনো অবধি যা পরিস্থিতি তাতে তারা নিজেদের বাকি ম্যাচগুলি জিতলে সর্বোচ্চ ৮ পয়েন্ট অবধি পৌঁছতে পারবে। তাই ম্যাক্সওয়েলের না থাকাটা তাদের কাছে একটা সুখবর।

আরও পড়ুন: পেছনে চলে যাবেন সকল কিংবদন্তি! ১ ম্যাচে তিনটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রোহিতের সামনে

অপরদিকে অস্ট্রেলিয়া দলে ম্যাক্সওয়েলের বদলে দ্বিতীয় স্পিনারের ভূমিকা পালন করতে পারেন সদ্য দলে ফেরা ওপেনার ট্র‍্যাভিস হেড। সেক্ষেত্রে মিডল অর্ডারে মার্কাস স্টোইনিস তার জায়গায় দলে আসতে পারেন। কিন্তু অস্ট্রেলিয়াকে এটা মাথায় রাখতে হবে তারা পরপর কয়েকটি ম্যাচ জিতলেও তাদের সেমিফাইনালে যোগ্যতা অর্জনের বিষয়টি এখনও নিশ্চিত হয়নি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর