ত্রিপুরায় ১৩ আসনে প্রার্থী প্রত্যাহার সিপিএমের! মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে সিদ্ধান্ত
বাংলা হান্ট ডেস্ক : অবশেষে জটিলতা কাটল ত্রিপুরায় বাম–কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে। ত্রিপুরায় মোট বিধানসভা আসন সংখ্যা ৬০। আসন সমঝোতা হচ্ছিল না কিছুতেই। তার জেরে জট তৈরি হয় জোটে। কংগ্রেসের ১৩টি আসনে প্রার্থী দেয় বামেরা। পাল্টা কংগ্রেসও তখন বামেদের চারটি আসন–সহ মোট ১৭টি আসনে প্রার্থী দেয়। এই নিয়ে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় সে রাজ্যের রাজনীতিতে। … Read more