বাংলা হান্ট ডেস্কঃ অনেক সময় এমন অনেক ঘটনা ঘটে যেমন রীতিমতো বড় দাগ রেখে যায়, শুধু তাই নয় ব্যক্তিকে মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত করে দেয় সেই ঘটনা। সোশ্যাল মিডিয়ার বাড়বাড়ন্তের এই যুগে নানা রকম ডেটিং ওয়েবসাইটের চল বেড়েছে। এমনই একটি ওয়েবসাইটের নাম সুগার ড্যাডি ডেটিং ওয়েবসাইট। এই ডেটিং ওয়েবসাইটটিতে সাধারণত বৃদ্ধ ধনীরা নিজেদের প্রোফাইল খুলে থাকেন কম বয়সী তরুণীদের সাথে ডেট করার জন্য। সেই সূত্র ধরেই সামনে এলো এক অবাক করা ঘটনা যা ঘটেছে ২২ বছর বয়সী টিকটক ইনফ্লুয়েন্সার আভা লুইসের সাথে।
বহুদিন ধরেই আভা এই ডেটিং ওয়েবসাইটটির সাথে যুক্ত। নিজের কলেজের সময় থেকেই এই ওয়েবসাইটটিতে একটি প্রোফাইল তৈরি করেছিলেন তিনি। লক্ষ্য ধনী ব্যক্তিদের সাথে ডেটিং করা এবং দামি দামি উপহার পাওয়া। এবার টিক টক-এ এক অদ্ভুত ঘটনার কথা জানিয়েছেন আভা। তিনি জানান তিনি নিজের জন্য একজন ধনী বৃদ্ধকে খুঁজছিলেন যার সঙ্গে তিনি ডেট করতে পারেন। হঠাৎ তিনি দেখতে পান নিজের বাবার প্রোফাইল। এই ঘটনা তাকে রীতিমত মর্মাহত করে। তিনি জানিয়েছেন এই ঘটনা তার কাছে ভীষণ বিরক্তিকর ছিল।
আভা জানান, তিনি নিজে এই ওয়েবসাইট ব্যবহার করেন ঠিকই কিন্তু তিনি আশা করেনি এখানে তার বাবার প্রোফাইল দেখতে পাবেন। এই ঘটনা তার কাছে ভীষণই মর্মান্তিক ছিল। তবে নিজের বাবাকে হাই ড্যাডি বলে মেসেজও পাঠান তিনি। এরপরই তার বাবা তাকে ব্লক করে দেন এবং এই বিষয়ে তার সাথে আর কোন কথা বলেন না। আভা এই ঘটনা জানিয়েছেন নিজের মাকেও। এবার টিকটক করে সকলের সঙ্গে এই ঘটনা শেয়ার করে নিলেন তিনি।
তার এই ভিডিওবার্তা নিচে অনেকেই নিজেদের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তারা অনেকেই জানিয়েছেন কেউ কেউ খুঁজে পেয়েছেন নিজের সৎ মামাকে, কেউ কেউ আবার খুঁজে পেয়েছেন নিজের স্কুলের শিক্ষককে। আভা জানিয়েছেন, তিনি মূলত আনন্দের জন্য এধরনের ডেট করে থাকেন, কিছুটা আনন্দের মুহূর্ত তিনি কাটান ঠিকই কিন্তু কোন রকম শারীরিক সম্পর্কে লিপ্ত হন না।