কবে থেকে শুরু হতে চলেছে বিমান পরিষেবা! টুইট করে জানালেন মোদি সরকারের মন্ত্রী

বাংলাহান্ট ডেস্কঃ এপ্রিল মাস থেকেই দফায় দফায় বিমান পরিষেবা ( aviation) চালু হবার সম্ভাবনা ভেস্তে গিয়েছে। লকডাউনের চতুর্থ দফায় অন্যান্য অনেক সুযোগের সাথে ছাড় মিলতে পারে বিমান পরিষেবাতেও, এমনই জল্পনা চলছিল। এবার অসামরিক বিমান পরিষেবা মন্ত্রী হরদীপ সিং পুরী টুইট করে জানালেন পরিকল্পনার কথা।

ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে নিয়েই মন্ত্রী জানিয়েছেন, দেশের অঙ্গরাজ্যগুলির থেকে মতামত নিয়ে তবেই চালু হবে বিমান পরিষেবা। তিনি লেখেন, অসামরিক বিমান পরিষেবা শুধু মাত্রে কেন্দ্রের হতে পারে না, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে যে সব রাজ্যে বিমান ওঠা-নামা করবে তাদেরকেও প্রস্তুতি নিতে হবে।

IMG 20200521 134246

প্রসঙ্গত, লকডাউন ৪.০ অন্যান্য লকডাউনের থেকে আলাদা। এই লকডাউন চলাকালীন আগের তুলনায় অনেকটাই বেশী ছাড় মিলছে। যার ফলে কিছুটা গতি পেয়েছে ভারতীয় অর্থনীতিও।অনেক পরিষেবাক্ষেত্রেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে এবং সড়ক পরিবহণে অনেকটাই ছাড় মিলেছে। এবার মন্ত্রীর টুইটে আশার আলো দেখছেন বিমান পরিবহণ সংস্থা ও বিমানবন্দর গুলির কর্মীরা।

বিমানপরিষেবার পাশাপাশি, লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রেও উদ্যোগ নিয়েছে মোদি সরকার। সোস্যাল ডিস্টেন্স মেনে লোকাল ট্রেন চালানো সহজ কথা নয়৷ পরিসংখ্যান বলছে, একটি বারো বগির লোকাল ট্রেনের স্বাভাবিক যাত্রীবহন ক্ষমতা ১৫০০ জন। কিন্তু অফিস টাইমে যারা লোকাল ট্রেনে যাতায়াত করেছেন, তারা প্রত্যেকেই জানেন আসল সংখ্যাটা গিয়ে ঠেকে দ্বিগুনের বেশী। এই বিশাল যাত্রীকে নিয়ম মেনে রেল যাত্রা করানোটাই সব চেয়ে বড় চ্যালেঞ্জ রেলকর্তাদের।

দূরপাল্লার ট্রেনের থেকেও রেলের কর্তাদের বেশি ভাবাচ্ছে লোকাল ট্রেন। প্রতিদিন কয়েক কোটি মানুষ ‘ডেইলি প্যাসেঞ্জারি’ বা নিয়মিত ভাবে রেল যাত্রা করেন। হাওড়ায় এই নিত্যযাত্রীর সংখ্যা ১১ লক্ষ এর বেশী। শিয়ালদহে এই সংখ্যা ছাড়িয়ে যায় ১৫ লক্ষ এর গণ্ডিও। কি উপায়ে এই বিপুল যাত্রী পরিবহন করা যায় সেটাই ভাবছে রেল

সম্পর্কিত খবর