বাংলা হান্ট ডেস্ক : নোবেল জয়ের পর অভিজিত বিনায়ক বন্দ্যোপাধ্যায় কে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সাংবাদিকদের সামনেই দেশের অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরে বর্তমান সরকারকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছিলেন অভিজিত বাবু। যদিও তার পর বিজেপি নেতৃত্বদের কাছ থেকে তাঁকে নানা ভাবে কটাক্ষ শুনতে হয়েছিল। তবে এবার নোবেল জয়ের পর মোদী সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিজিত্ বন্দ্যোপাধ্যায়।
শনিবার সাংবাদিকদের সামনে মোদীর প্রশংসা করে তাঁকে সত্যিই জনপ্রিয় বলে উল্লেখ করেন পাশাপাশি জনগণ তাঁকে সমর্থন করে নির্বাচন করেছেন বলেও জানান। পাশাপাশি তিনি আরও জানান ভোটাররা প্রধানমন্ত্রী মোদীকে পুরো প্যাকেজ হিসেবেই সমর্থন করেছে।যদিও তিনি আরও বলেন নির্বাচনী জয়কে সরকারের নীতির সমর্থন হিসেবে দেখা কখনওই উচিত নয়। অন্য দিকে কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল অভিজিত্ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে সমালোচনায় সরব হয়েছিলেন এবং তিনি তাঁকে বামপন্থী মনস্কতার মানুষ বলেও আখ্যা দিয়েছিলেন।
তবে এ সবের দিকে কান না দিয়ে মোদী সরকারের সমস্ত সিদ্ধান্ত তাঁর নিজের নেওয়া ছিল না বলেও উল্লেখ করেন। অন্যদিকে তিনি আরও জানিয়েছেন, জনগণ সরকারের প্রতিটি কাজের নিরিখে ভোট দেয়। তাই মোদী সরকারের সমস্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই জনগণ তাঁকে ভোট দিয়েছিলেন। এমনকি তিনি নিজেও মোদীকে সমর্থন করেন বলে জানিয়েছেন।যদিও তাঁর ভোট দেওয়া বা না দেওয়া ইস্যুটি কখনওই মোদীর পছন্দ বা অপছন্দের ওপর নির্ভর করে না বলেও জানান তিনি।
এর পর ন্যায় প্রকল্প সম্পর্কে বলতে গিয়ে অভিজিত্ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ন্যায় প্রকল্পের ডিজাইন ঠিকঠাক ছিল না যদিও এই ডিজাইনের জন্য তাঁকে কেউ জিজ্ঞাসাবাদ করেননি। তাই এর ব্যর্থতা তার দায়ভার হতে পারে না বলেই মনে করছেন তিনি। যদিও ন্যায় প্রকল্প রাজনৈতিকভাবে সমর্থন পাইনি কিন্তু এটি পর্যাপ্ত সিদ্ধান্ত ছিল কি না সে বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি। ।