ছিটকে গেলেন ঘাতক অলরাউন্ডার! বিশ্বকাপ ও এশিয়া কাপ ফাইনালের আগে চিন্তা বাড়লো BCCI-এর

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) এশিয়া কাপের (2023 Asia Cup) ফাইনাল খেলতে নামছে রবিবার। পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়ে আর বাংলাদেশের কাছে হেরে এশিয়া কাপ ফাইনালের টিকিট পেয়েছে তারা। অপরদিকে বাংলাদেশ এবং পাকিস্তানকে হারিয়ে এবং ভারতের কাছে হেরে ফাইনালে টিকিট পেয়েছে দ্বীপরাষ্ট্রের দলটি। শেষবার কোনও টুর্নামেন্টের ফাইনালে ভারত এবং শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল ২০১৪ সালে। বাংলাদেশের মাটিতে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেই ফাইনালে অবশ্য কুমার সাঙ্গাকারার শ্রীলঙ্কা অসাধারণ জয় পেয়েছিল ভারতকে হারিয়ে।

এবারের এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। সামনেই রয়েছে ওডিআই বিশ্বকাপ। ভারতের মাটিতে আয়োজিত হতে চলা এই হাইভোল্টেজ টুর্নামেন্টে মাঠে নামার আগে এই ফাইনাল যে জিতবে তারা মানসিকভাবে অনেকটাই ভালো জায়গায় থেকে বিশ্বকাপের জন্য প্রস্তুতি সেরে রাখতে পারবে। তবে ফাইনালের আগে ভারতীয় দল একটা বড় ধাক্কা খেয়েছে।

তবে সেই প্রসঙ্গে আসার আগে শ্রীলঙ্কাকে নিয়ে দুটো কথা বলা দরকার। রবিবারের গুরুত্বপূর্ণ ফাইনাল খেলতে নামার আগে বড় ধাক্কা খেলো শ্রীলঙ্কা। গোটা টুর্নামেন্ট জুড়ে শ্রীলঙ্কার স্পিন বোলিং তাদেরকে ম্যাচ জিততে সবচেয়ে বেশি সাহায্য করেছে। তাদের মধ্যে থেকে কোনও একজনও যদি ফাইনালের আগে দল থেকে ছিটকে যায় তাহলে সেটাই দাসুন শানাকার কাছে অত্যন্ত বড় ধাক্কা হবে। আর ঠিক এমনটাই হলো।

আরও পড়ুন: কথা দিয়েও BCCI-এর বড় সমস্যা দূর করতে পারলেন না রোহিত! বিশ্বকাপের আগে চিন্তায় ভক্তরা

এশিয়া কাপ ফাইনালের আগে মাংসপেশির চোটের কারণে শ্রীলঙ্কা শিবির থেকে ছিটকে গিয়েছে তাদের তারকা স্পিনার এবং চেন্নাই সুপার কিংসে ধোনির অধিনায়কত্ব খেলে যাওয়া মহেশ থিকসেনা। ভারতের জন্য অবশ্য এটি একটা সুখবর বলেই গণ্য হবে। কলম্বোতে নিজের বোলিং দিয়ে ভারতের মিডল অর্ডারকে সমস্যায় ফেলার ক্ষমতা রাখতেন তিনি।

আরও পড়ুন: পাত্তা পাচ্ছেন না কোহলি, রোহিত! বিশ্বকাপের আগে BCCI-এর প্রধান ভরসা এই তারকা

axar 50

অবশ্য তিনি ছিটকে গেছেন মানে শ্রীলঙ্কার বোলিং দুর্বল হয়ে গিয়েছে এমনটা ভেবে নেওয়ার কোনও কারণ নেই। কারণ চলতি টুর্নামেন্টে ভারতের হয়ে তৃতীয় স্পিনারের কাজ করা অক্ষর প্যাটেলও এই ফাইনালে নামতে পারবেন না। তিনিও হ্যামস্ট্রিং ইনজুরির কারণে আপাতত মাঠের বাইরেই সময় কাটাবেন। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের বিরুদ্ধে তার ব্যাটিং ছিল চোখে পড়ার মতো। যদিও বল হাতে ভারতীয় দলের হয়ে কোনও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেননি তিনি। তার জায়গায় ওয়াশিংটন সুন্দরকে এই ফাইনালের জন্য ডাকা হয়েছে।

 


Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর